নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট
‘ডিবিএল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’ নামে জীবন বীমা কোম্পানির অনাপত্তি প্রদানের জন্য আবেদন করেছে ডিবিএল গ্রুপ।
গত ১৮ ডিসেম্বর বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবর এই আবেদন করা হয়। আবেদনে বলা হয় বিপুল জনগোষ্ঠিকে সঞ্চয়মুখী ও সাবলম্বী করে জাতীয় উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতায় ভূমিকা রাখার নিমিত্তে এবং নতুন নতুন কর্ম সংস্থান সৃষ্টির উদ্দেশ্যে ডিবিএল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি নামে একটি জীবন বীমা কোম্পানি গঠন করতে আগ্রহী ডিবিএল গ্রুপ।
উল্লেখ্য’ দেশের একটি বৈচিত্রময় ব্যবসায়িক প্রতিষ্ঠানের সমষ্টি ডিবিএল গ্রুপ একটি পারিবারিক মালিকানাধীন ব্যবসা, যা ১৯৯১ সালে শুরু হয়েছিল। প্রথম কোম্পানিটির নাম ছিল দুলাল ব্রাদার্স লিমিটেড। বছরের পর বছর ধরে, ডিবিএল বাংলাদেশে একটি বৈচিত্রময় ব্যবসায়িক প্রতিষ্ঠানের সমষ্টিতে পরিণত হয়েছে। তাদের ব্যবসায়ের মধ্যে রয়েছে পোশাক, টেক্সটাইল, টেক্সটাইল প্রিন্টিং, ওয়াশিং, গার্মেন্টস এক্সেসরিজ, প্যাকেজিং, সিরামিক টাইলস, ফার্মাসিউটিক্যালস, ড্রেজিং, খুচরা এবং ডিজিটাল ট্রান্সফরমেশন পরিষেবা।
প্রস্তাবিত কোম্পানির উদ্যোক্তা পরিচালক যথাক্রমে মো. আব্দুল জব্বার, মোহাম্মদ আব্দুল কাদের, মিসেস পারভিন ওয়াহেদ, মিসেস তানজিন খুরশিদ। তাদের মোট শেয়ার ১০ শতাংশ। বাকি ৯০ শতাংশ ডিবিএল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠানের।
আবেদকৃত কোম্পানির প্রস্তাবিত চেয়ারম্যান আব্দুল জব্বার দৈনিক ব্যাংক বীমা অর্থনীতিকে জানান, আমরা আবেদন করেছি, অনুমোদন পেলে পরবর্তী কার্যক্রম শুরু করবো।
Posted ৮:৫৫ অপরাহ্ণ | সোমবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৪
desharthonity.com | Rina Sristy