নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২২ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট
পুঁজিবাজারে ভ্রমণ ও অবকাশ খাতে তালিকাভুক্ত কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি এবং খাদ্য ও আনুসঙ্গিক খাতের অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে। ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানি দুইটি।
সোমবার (২২ জানুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আর অলিম্পিক ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৬০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে।
Posted ৩:৫০ অপরাহ্ণ | সোমবার, ২২ জানুয়ারি ২০২৪
desharthonity.com | Rina Sristy