নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৩ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১০ দশমিক ৪৬ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৭ কোটি ৯৩ লাখ ১০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৯৮ লাখ ৩০ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা স্টান্ডার্ড সিরামিকসের শেয়ার দর কমেছে ৯ দশমিক ৪৫ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১০ কোটি ৯ লাখ ৮০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড-ওয়ানের ইউনিট দর কমেছে ৯ দশমিক ৩৩ শতাংশ। ফান্ডটি সর্বমোট ১২ কোটি ২৮ লাখ ২০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৭ লাখ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে–লিব্রা ইনফিউশনের ৫.৪৫ শতাংশ, শ্যামপুর সুগারের ৫.১৮ শতাংশ, স্টান্ডার্ড ইন্সুরেন্সের ৫.১৮ শতাংশ, ইয়াকিন পলিমারের ৪.৮৮ শতাংশ, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ডের ৩.৭০ শতাংশ, আইসিবি এএমসিএস সিএমএসএসএফ গোল্ডেন জুবলীর ২.৯০ শতাংশ এবং জিলবাংলা সুগার মিলসের ২.৭৮ শতাংশ।
Posted ৩:৫৭ অপরাহ্ণ | শনিবার, ১৩ জানুয়ারি ২০২৪
desharthonity.com | Rina Sristy