নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৮ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট
পুঁজিবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডের আর্থিক প্রতিবদেন দাখিল করার সময় বাড়ানো হয়েছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত কোম্পানির ২০২৩ সালের নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন জমা দেওয়ার সময় বেড়েছে।
সোমবার (৮ জানুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত ৩০ জুন, ২০২৩ সমাপ্ত কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন; ৩০ সেপ্টেম্বর, ২০২৩ সমাপ্ত কোম্পানির প্রথম প্রান্তিক; ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে সমাপ্ত কোম্পানির দ্বিতীয় প্রান্তিক প্রকাশে সময় বৃদ্ধি করা হয়েছে। আগামী ৩১ মার্চ, ২০২৪ তারিখের মধ্যে কোম্পানিটি আলোচ্য আর্থিক প্রতিবেদনগুলো প্রকাশ করতে পারবে।
এর আগে গত ৪ জানুয়ারি বিএসইসি কোম্পানিকে এ ব্যাপারে অনুমোদন দেয়।
ডিএসইতে ২০০৫ সালে তালিকাভুক্ত বিদ্যুৎ খাতের এই কোম্পানিটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরি থেকে লেনদেন করছে। ২০২২ হিসাব বছর শেষে কোম্পানিটি বিনিয়োগকারীদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
Posted ২:৪৯ অপরাহ্ণ | সোমবার, ০৮ জানুয়ারি ২০২৪
desharthonity.com | Rina Sristy