সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চামড়া শিল্পে রপ্তানি আয়ের লক্ষ্য ৫ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৫ মার্চ ২০২৩ | প্রিন্ট

চামড়া শিল্পে রপ্তানি আয়ের লক্ষ্য ৫ বিলিয়ন ডলার

বিশ্ব বাজারে চামড়া ও চামড়াজাত পণ্যের চাহিদা দিনদিন বাড়ছে। আগামী ২০২৪ সাল থেকে চামড়া পণ্য বিদেশে রপ্তানি করে ৫ বিলিয়ন ডলার আয় করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যদিও বর্তমানে এ খাত থেকে রপ্তানি আয়ের পরিমাণ ১ বিলিয়নের নিচে রয়েছে। পাশাপাশি চামড়া শিল্পের দেশীয় বাজার মূল্য ২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

শনিবার (৪ মার্চ) রাজধানীর পান্থপথ এলাকায় বাংলাদেশ লেবার ফাউন্ডেশন (বিএলএফ) আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ‘চামড়া শিল্পে সোশ্যাল কমপ্লায়েন্স নিশ্চিতকরণে কর্মপরিকল্পনা’ শীর্ষক এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।

বিএলএফের চেয়ারম্যান আবদুস সালাম খান সভাপতির বক্তব্যে বলেন, ‘এক সময় চামড়া খাত দেশের একটি প্রতিষ্ঠিত শিল্প ছিল। নানা কারণে চামড়া শিল্পের স্থানীয় কাঁচামাল থাকলেও যথাযথ ব্যবহার হচ্ছে না। যার মূলে রয়েছে সঠিক পরিকল্পনার অভাব। সরকার এই শিল্পের উন্নতির জন্য কর্মপরিকল্পনা নিয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে প্রচুর রপ্তানি আয় হবে।’

তিনি বলেন, ‘পরিবেশ রক্ষা নিশ্চিত করতে রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারিগুলো সাভারের হেমায়েতপুরে স্থানান্তরিত করা হয়েছে। কিন্তু ফলাফল প্রায় শূন্য। এ জন্য আরও কার্যকরী উদ্যোগ নিতে হবে।’

Facebook Comments Box
advertisement

Posted ৯:৪১ পূর্বাহ্ণ | রবিবার, ০৫ মার্চ ২০২৩

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com