সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউনিক গ্রুপের বিদ্যুৎকেন্দ্রের ৪ কোটি টাকার ফি মওকুফ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট

ইউনিক গ্রুপের বিদ্যুৎকেন্দ্রের ৪ কোটি টাকার ফি মওকুফ

নারায়ণগঞ্জ জেলার মেঘনাঘাটে ৫৮৪ মেগাওয়াট ক্ষমতার গ্যাস ও এলএনজি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে প্রযোজ্য ৪ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকার নিবন্ধন ফি মওকুফ করা হয়েছে। এর ফলে ইউনিক গ্রুপের প্রতিষ্ঠান ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেড ওই সুবিধা পাবে।

গত ৭ ডিসেম্বর বাণিজ্য মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশ সূত্রে এসব তথ্য জানা গেছে।

মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ সই করা চিঠিতে বলা হয়েছে, ১৯৯৪ সালের কোম্পানি আইনের ২২৬ ধারার ২ক উপ-ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বেসরকারি খাতে ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেড কর্তৃক নারায়ণগঞ্জ জেলার মেঘনাঘাটে ৫৮৪ মেগাওয়াট ক্ষমতার গ্যাস/আর-এলএনজি বিদ্যুৎ কেন্দ্রের জন্য বাংলাদেশ সরকার ও ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেডের মধ্যে ২০১৯ সালের ২৪ জুলাই চুক্তি স্বাক্ষর হয়। ওই চুক্তি অনুযায়ী ফিনান্সিং ডকুমেন্টস নিবন্ধনের ক্ষেত্রে আরোপণীয় নিবন্ধন ফি বাবদ মোট ৪ কোটি ৭ লাখ ৫০ হাজার ২০০ টাকা মওকুফ করা হলো। ডিড অব মর্টগরজ এবং ডিড অব হাইপোথেকেশন এর ক্ষেত্রে ওই নিবন্ধন ফি মওকুফ করা হয়েছে।

বাংলাদেশের বিদ্যুৎ খাতে ইউনিক গ্রুপ ঢাকার অদূরে নারায়ণগঞ্জে প্রায় ১৯ একর জমিতে ওই বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে। যার খরচ ধরা হয়েছে ৫২০ মিলিয়ন ডলার। বিদ্যুৎ ভবনে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ও অন্যান্য সরকারি সংস্থার সঙ্গে ২২ বছর মেয়াদি বিদ্যুৎ ক্রয় চুক্তি সই হয়েছিল।

Facebook Comments Box
advertisement

Posted ২:৪৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com