মঙ্গলবার ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

যোগ্য অডিট ফার্মের তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৯ নভেম্বর ২০২৩ | প্রিন্ট

যোগ্য অডিট ফার্মের তালিকা প্রকাশ

ব্যাংক ও নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বা এনবিএফআইগুলোর আর্থিক প্রতিবেদন নিরীক্ষার জন্য যোগ্য ৩১টি অডিট ফার্মের তালিকা প্রকাশ ক‌রে‌ছে‌ বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে নানা অনিয়মে জড়িত থাকায় আগের তালিকা থেকে ২১ প্রতিষ্ঠান বাদ পড়েছে। যোগ্য তালিকায় নতুন করে জায়গা পেয়েছে ৫ অডিট ফার্ম।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক যোগ্য অডিট ফার্মগুলোর হালনাগাদ তালিকা প্রকাশ করে।

বাংলাদেশ ব্যাংকের বৈধ অডিট ফার্মগুলো হলো- এ কাশেম অ্যান্ড কোং, একনাবিন, আহমদ জাকের অ্যান্ড কোং, আহসান মঞ্জুর অ্যান্ড কোং, অরুন অ্যান্ড কোম্পানি, আজিজ হালিম খায়ের চৌধুরী, বাসু ব্যানার্জি নাথ অ্যান্ড কোং, চৌধুরী ভট্টাচার্য অ্যান্ড কোং, দাস চৌধুরী দত্ত অ্যান্ড কোং, দেওয়ান নজরুল ইসলাম অ্যান্ড কোং, জি কিবরিয়া অ্যান্ড কোং, হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোং, হক ব্যানার্জি দাস অ্যান্ড কোং, হাওলাদার ইউনুস অ্যান্ড কোং, হোসাইন ফরহাদ অ্যান্ড কোং, ইসলাম আফতাব কামরুল অ্যান্ড কোং, ইসলাম জাহিদ অ্যান্ড কোং, কে এম আলম অ্যান্ড কোং, খান ওয়াহাব শফিক রহমান অ্যান্ড কোং, এম জে আবেদিন অ্যান্ড কোং, এম এম রহমান অ্যান্ড কোং, এম জেড ইসলাম অ্যান্ড কোং, এমএবিএস অ্যান্ড জে পার্টনার্স, মাহফেল হক অ্যান্ড কোং, মালেক সিদ্দিকী ওয়ালী, মাসিহ মুহিত হক অ্যান্ড কোং, নূরুল ফারুক হাসান অ্যান্ড কোং, পিনাকী অ্যান্ড কোম্পানি, রহমান রহমান হক (কেপিএমজি), সাইফুল সামসুল আলম অ্যান্ড কোং, জোহা জামান কবির রশিদ অ্যান্ড কোং। এর মধ্যেই নতুন যোগ হওয়া ৫ অডিট ফার্ম রয়েছে।

নতুন যোগ হওয়া অডিট ফার্ম: অরুন অ্যান্ড কোং, দেওয়ান নজরুল ইসলাম অ্যান্ড কোং, ইসলাম জাহিদ অ্যান্ড কোং, কে এম আলম অ্যান্ড কোং, সাইফুল সামসুল আলম অ্যান্ড কোং।

বাদ পড়া অডিট ফার্মগুলো হলো: এ ওয়াহাব অ্যান্ড কোং, আহসান কামাল সাদেক অ্যান্ড কোং, অনিল সালাম ইদ্রিস অ্যান্ড কোং, আতিক খালেদ চৌধুরী, হক শাহ আলম মঞ্জুর অ্যান্ড কোং, কে এম হাসান অ্যান্ড কোং, কাজী জহির খান অ্যান্ড কোং, এম এ ফজল অ্যান্ড কোং, এম আই চৌধুরী অ্যান্ড কোং, মেক অ্যান্ড কোং, মোল্লাহ কাদের ইউসুফ অ্যান্ড কোং, মোহাম্মদ শহিদুল্লাহ অ্যান্ড কোং, অক্টোখান, রহমান মোস্তফা আলম অ্যান্ড কোং, শফিক বসাক অ্যান্ড কোং, এস কে বরুয়া অ্যান্ড কোং, এস আর ইসলাম অ্যান্ড কোং, সাহা অ্যান্ড কোং, স্নেহাশীষ মাহমুদ অ্যান্ড কোং, তোহা খান জামান অ্যান্ড কোং। নানা অনিয়মে জড়িত থাকার অপরাধে এবার আগের তালিকা থেকে ২১ প্রতিষ্ঠান বাদ পড়েছে।

দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) তালিকাভুক্ত প্রতিষ্ঠান থেকে সাধারণত দুই বছর পর পর যোগ্য অডিট ফার্মের নাম প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংক। সর্বশেষ ২০২১ সালের জুনে ৪৭টি প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয়েছিল। অনিয়মে জড়িত থাকাসহ বিভিন্ন অভিযোগে এবারও কিছু প্রতিষ্ঠান নতুন তালিকায় স্থান পায়নি।

Facebook Comments Box
advertisement

Posted ১২:২১ অপরাহ্ণ | বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com