নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৩ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
নিজস্ব সক্ষমতায় উদ্ভাবিত নিকাশ-বিইএফটিএন’র মাধ্যমে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে এখন থেকে ব্যাংকগুলোর তাৎক্ষণিক অর্থ লেনদেন হবে নিজস্ব ব্যবস্থাপনায়।
রোববার (১২ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগে একটি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে বিইএফটিএন কার্যক্রম পরিচালনা হতো। এখন থেকে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব সিস্টেমে ফান্ড ট্রান্সফার শুরু হয়েছে।
এতদিন দুটি সেশনে বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) ব্যবহার করে সরকারি কর্মকর্তাদের ভেতনভাতা ও পেনশনসহ যাবতীয় সরকারি পেমেন্ট নিষ্পত্তি করা হতো। এখন নিজস্ব সক্ষমতায় উদ্ভাবিত নিকাশ-বিইএফটিএন’র মাধ্যমে কার্যক্রম দৈনিক তিনটি সেশনে সেটেলমেন্ট সম্পন্ন হবে।
এর আগে গত বুধবার (৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস্ বিভাগ (পিএসডি) এক সার্কুলারে জানায়, ১২ নভেম্বর থেকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার কার্যক্রম বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউসের (বিএসিএইচ) ইএফটি ক্লিয়ারিং ও সেটেলমেন্ট সিস্টেমের পরিবর্তে নিকাশ-বিইএফটিএন সফটওয়্যারের মাধ্যমে করা হবে। স্থানীয় মুদ্রায় লেনদেন তিনটি সেশনে পরিচালিত হবে বলেও জানায় কেন্দ্রীয় ব্যাংক। সেশন-১ পরিচালিত হবে রাত ১২টা থেকে সকাল ১১ টা ৫৯ মিনিট ৫৯ সেকেন্ড পর্যন্ত। সেশন-২ পরিচালিত হবে দুপুর ১২ টা থেকে দুপুর ২ টা ৫৯ মিনিট ৫৯ সেকেন্ড পর্যন্ত। আর সেশন-৩ বিকাল ৩ টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট ৫৯ সেকেন্ড পর্যন্ত পরিচালিত হবে।
Posted ১:১৯ অপরাহ্ণ | সোমবার, ১৩ নভেম্বর ২০২৩
desharthonity.com | Rina Sristy