নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০২ মার্চ ২০২৩ | প্রিন্ট
৩৪৬টি ঋণের ভুয়া নথি তৈরি করে দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপকসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১ মার্চ) দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ে উপপরিচালক রেজাউল করিম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার আসামিরা হলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের রাজবাড়ী শাখার সাবেক ব্যবস্থাপক মইনুল ইসলাম, ওয়াহিদুজ্জামান, সিদ্দিকুর রহমান ও এস এম দেলোয়ার হোসেন, একই শাখার বরখাস্ত হওয়া কর্মকর্তা ও রাজবাড়ী শাখার সাবেক পরিদর্শক রেজাউল হক, রাজবাড়ী শাখার সাবেক পরিদর্শক মোর্তুজা আলী ও গোলাম গাউস।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে প্রচলিত বিধি বিধান লঙ্ঘন করে ২০১৪ সালের ১ জুলাই থেকে ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত প্রতারণা ও জাল জালিয়াতির মাধ্যম বিভিন্ন গ্রাহকের নাম ব্যবহার করে বাংলাদেশ কৃষি ব্যাংকের রাজবাড়ী শাখা থেকে মোট ৩৪৬টি ঋণ নথি তৈরি করে ২ কোটি ২ লাখ ৪৭ হাজার ১৮২ টাকা আত্মসাৎ করেছে।
আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
Posted ৯:৩৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০২ মার্চ ২০২৩
desharthonity.com | Rina Sristy