নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট
২০২২ সালের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে দেশের শরিয়াভিত্তিক ১০টি ব্যাংকের আমানত কমেছে ১১ হাজার ৪২৬ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ব্যাংকগুলো হলো-ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড, আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, এক্সিম ব্যাংক (বাংলাদেশ), ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক লিমিটেড, শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড, ইউনিয়ন ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ও গ্লোবাল ব্যাংক লিমিটেড।
প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালের ডিসেম্বরের শেষে শরিয়াহভিত্তিক ব্যাংকেগুলোর মোট আমানত দাঁড়ায় ৪ লাখ ৯ হাজার ৯৪৯ কোটি টাকা। যা সেপ্টেম্বরে ছিল ৪ লাখ ২১ হাজার ৩৭৫ কোটি টাকা।
ডিসেম্বরে ব্যাংকগুলোতে মোট আমানত জমা হয় ৩ লাখ ৭৯ হাজার ৯৫১ কোটি টাকা। সেপ্টেম্বরে জমা হয়েছিল ৩ লাখ ৯১ হাজার ৭৯২ কোটি টাকা।
তারল্য সংকট কাটাতে গত ডিসেম্বরে শরিয়াহভিত্তিক ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে বিশেষ সুবিধার আওতায় ৮ দশমিক ৭৫ শতাংশ সুদে ঋণ নেয়।
২৯ ডিসেম্বর পর্যন্ত এই সুবিধার আওতায় ইসলামী ব্যাংক ঋণ নিয়েছিল ৮ হাজার কোটি টাকা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক সম্মিলিভাবে নিয়েছিল ৬ হাজার ৭৯০ কোটি টাকা।
Posted ১:২৬ অপরাহ্ণ | শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩
desharthonity.com | Rina Sristy