সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বৈদেশিক বিনিয়োগ তথ্য প্রান্তিক শেষে ২০ দিনের মধ্যে দেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট

বৈদেশিক বিনিয়োগ তথ্য প্রান্তিক শেষে ২০ দিনের মধ্যে দেওয়ার নির্দেশ

বৈদেশিক বিনিয়োগ সংক্রান্ত তথ্য প্রতি প্রান্তিক শেষ হওয়ার ২০ দিনের মধ্যে পাঠাতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আগে এই তথ্য প্রান্তিক শেষ হওয়ার এক মাসের মধ্যে পাঠানো হতো।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশে কার্যরত সব অনুমোদিত ডিলার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং তাদের অফসোর ব্যাংকিং ইউনিটগুলোতে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়, সব ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট (এফডিআই) গ্রহণকারী গ্রাহক প্রতিষ্ঠান (১০০ শতাংশ বিদেশি ও যৌথ মালিকানাধীন) কর্তৃক যথাযথভাবে প্রেরণকৃত এফডিআই রিপোর্টিং ফরম-১ ও সংশ্লিষ্ট সহায়ক দলিলাদি এবং সকল আউটওয়ার্ড এফডিআই প্রেরণকারী প্রতিষ্ঠান কর্তৃক যথাযথভাবে প্রেরণকৃত এফডিআই রিপোর্টিং ফরম-২ সংশ্লিষ্ট সহায়ক দলিলাদি (রিপোর্টিং সংশ্লিষ্ট ত্রৈমাসিকের নিরীক্ষিত/অনিরীক্ষিত আর্থিক বিবরণী, অন্তর্মুখী ও বহির্মুখী রেমিট্যান্সের দলিলাদি ইত্যাদি) প্রতি ত্রৈমাসিকের পরবর্তী এক মাসের পরিবর্তে ২০ দিনের মধ্যে তাদের সংশ্লিষ্ট অনুমোদিত ডিলার ব্যাংকে (রিপোর্টিং ব্যাংক) দাখিল করতে হবে।

সব এফডিআই গ্রহণকারী গ্রাহক প্রতিষ্ঠানের দাখিলকৃত এফডিআই রিপোর্টিং ফরম-১ এবং সকল আউটওয়ার্ড এফডিআই প্রেরণকারী প্রতিষ্ঠানের দাখিলকৃত এফডিআই রিপোর্টিং ফরম-২ অনুমোদিত ডিলার ব্যাংক (রিপোর্টিং ব্যাংক) কর্তৃক যাচাই-বাছাই শেষে অন্তর্মুখী ও বহির্মুখী প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (ইনওয়ার্ড এবং আউটওয়ার্ড) এর তথ্য সংশ্লিষ্ট র‌্যাশনালাইজড ইনপুট টেমপ্লেট (আরআইটি)-এ যথাযথভাবে পূরণপূর্বক তা ওয়েব পোর্টালের মাধ্যমে প্রতি ত্রৈমাসিকের পরবর্তী এক মাস ১৫ দিনের পরিবর্তে এক মাসের মধ্যে এফডিআই রিপোর্টিং ফরমের হার্ড কপিসহ বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের এফআইইডি ম্যানেজমেন্ট সেলে দাখিল করতে হবে। চলতি বছরের জানুয়ারি-মার্চ থেকে এ নির্দেশনা কার্যকর হবে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৪৯ পূর্বাহ্ণ | শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com