নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২০ মার্চ ২০২৩ | প্রিন্ট
একটা সময় মানুষ ব্যাংক কার্ড নিতে আগ্রহ দেখাতেন না। তবে এখন ধীরে ধীরে পরিস্থিতির পরিবর্তন হওয়ায় অনেকেই কার্ড ব্যবহারের দিকে ঝুঁকছেন। তাই দিন দিন কার্ডের সংখ্যা বাড়ার পাশাপাশি লেনদেনও বৃদ্ধি পেয়েছে। গত জানুয়ারিতে কার্ডের মাধ্যমে ৩৯ হাজার ৭৫৭ কোটি টাকা, যা গত চার বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালের জানুয়ারিতে ব্যাংক কার্ডে ১৪ হাজার ৬৭৯ কোটি টাকার লেনদেন হয়। ২০২০ সালের একই সময় হয় ১৭ হাজার ২১ কোটি টাকা। আর ২০২১ সালে ২০ হাজার ৭৭৬ কোটি, ২০২২ সালে ২৭ হাজার ৩৪১ কোটি এবং সর্বশেষ ২০২৩ সালের জানুয়ারিতে ৩৯ হাজার ৭৫৭ কোটি টাকার লেনদেন হয়। অর্থাৎ গত চার বছরে ব্যাংক কার্ডে লেনদেন বেড়েছে ১৭০ শতাংশ। ২০২৩ সালের জানুয়ারিতে ব্যাংক কার্ডের লেনদেনের মধ্যে দেশীয় মুদ্রায় ৩৯ হাজার ১৩৭ কোটি এবং বৈদেশিক মুদ্রায় ৬২০ কোটি টাকা লেনদেন হয়।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জানুয়ারি শেষে দেশে ডেবিট কার্ডের সংখ্যা বেড়ে হয়েছে তিন কোটি দুই লাখ ৪৪ হাজার ৯৬। ২০১৯ সালের জানুয়ারিতে ব্যাংক খাতে ডেবিট কার্ডের সংখ্যা ছিল এক কোটি ৫২ লাখ ৪৪ হাজার ৩২৮। সেই হিসেবে পাঁচ বছর কার্ডের সংখ্যা বেড়েছে এক কোটি ৪৯ লাখ ৯৯ হাজার ৭৬৮। একইভাবে জানুয়ারি শেষে ক্রেডিট কার্ডের সংখ্যা বেড়ে হয়েছে ২১ লাখ ৩৬ হাজার ১৭৩। ২০১৯ সালের জানুয়ারি শেষে ক্রেডিট কার্ডের সংখ্যা ছিল ১৩ লাখ ১৩ হাজার ১৩৩। ফলে পাঁচ বছর ক্রেডিট কার্ড বেড়েছে আট লাখ ২৩ হাজার ৪০।
সর্বশেষ গত জানুয়ারিতে মাসে ডেবিট কার্ডে লেনদেন হয়েছে ৩৬ হাজার ৭৬৫ কোটি টাকা। এর আগে কখনো ডেবিট কার্ডে এক মাসে এত লেনদেন হয়নি। এর আগে গত বছরের ডিসেম্বরে ৩৬ হাজার ৭১০ কোটি টাকা লেনদেন হয়েছিল। ক্রেডিট কার্ডের মাধ্যমে জানুয়ারিতে লেনদেন হয় দুই হাজার ৫০৬ কোটি টাকা। যদিও গত জুলাই ক্রেডিট কার্ডে দুই হাজার ৫৭৮ কোটি টাকার সর্বোচ্চ লেনদেন হয়েছিল। এটিএম, সিআরএম, পয়েন্ট অব সেলস ও ই-কমার্স কেনাকাটায় এসব লেনদেন হয়েছে।
কার্ড দিয়ে এটিএম থেকে গত জানুয়ারিতে ২৯ হাজার ৫৭৬ কোটি টাকা উত্তোলন করা হয়। একইভাবে পিওএসের মাধ্যমে জানুয়ারি দুই হাজার ৬২১ কোটি টাকার লেনদেন হয়। পিওএস সাধারণত কেনাকাটা, উড়োজাহাজের টিকিট কেনা এবং হোটেলের ভাড়া দেয়ার সময় ব্যবহার করা হয়।
ব্যাংকাররা বলছেন, কভিড-১৯ লকডাউনের দুই বছর পর জীবন স্বাভাবিক হওয়ার সময় থেকে লেনদেন বেড়েছে। যদিও বেশিরভাগ মানুষ এখনও নগদ অর্থ ব্যবহার করেন। তবে প্রতিদিনের লেনদেনে নগদ অর্থের ব্যবহার কমছে।
তারা বলেন, কিছু প্রতিষ্ঠানের সাম্প্রতিক কেলেঙ্কারির কারণে ই-কমার্স লেনদেন অনেক কমে গেছে। না হলে কার্ড লেনদেন বেড়ে যেত।
ব্যাংকগুলো গ্রাহকদের প্রযুক্তিভিত্তিক ব্যাংকিংয়ে উৎসাহিত করেছে। রাষ্ট্রীয় মালিকানাধীন ও বেসরকারি খাতের ব্যাংকগুলো এখন প্রযুক্তিভিত্তিক ব্যাংকিং দেবা দিচ্ছে। মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, অনলাইন পেমেন্ট সিস্টেম, অনলাইন সিআইবি রিপোর্ট, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, প্রিপেইড কার্ড ও বিভিন্ন প্রযুক্তির এটিএম এসব সেবার সঙ্গে যুক্ত হয়েছে।
Posted ১২:৫৩ অপরাহ্ণ | সোমবার, ২০ মার্চ ২০২৩
desharthonity.com | Rina Sristy