নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০২ মার্চ ২০২৩ | প্রিন্ট
ওষুধ তৈরির কাঁচামাল আমদানি এবং ওষুধ রফতানির ক্ষেত্রে আরও বড় ধরনের সুযোগ তৈরি করে দেবে এবারের ‘এশিয়া ফার্মা এক্সপো’, এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান।
বৃহস্পতিবার (২ মার্চ) বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির উদ্যোগে এবং জিপিই প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় তিন দিনব্যাপী ‘১৪তম এশিয়া ফার্মা এক্সপো-২০২৩’ এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।
রাজধানীর কুড়িলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হওয়া এই এক্সপো চলবে আগামী ৪ মার্চ পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ, ফার্মাসিউটিক্যালস এক্সপোর্ট প্রোমোশনাল কাউন্সিল অব ইন্ডিয়ার ডিরেকটর জেনারেল রবি উদয় ভাস্কর উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ওষুধ শিল্প সমিতির সিনিয়র সহসভাপতি, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির, সমিতির মহাসচিব এস.এম শফিউজ্জামান বক্তৃতা করেন।
বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে নাজমুল হাসান বলেন, ‘১৪তম এশিয়া ফার্মা এক্সপো’ আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে বিরাট প্রভাব রাখবে।
আব্দুল মুক্তাদির বলেন, ‘আমেরিকা এবং ইউরোপসহ বিভিন্ন দেশে ফার্মা সেক্টরে এক ধরনের সংকট তৈরি হয়েছে। আমাদের দেশেও নানান ধরনের অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি আমরা। তবে সব পেরিয়ে আমাদের সম্ভাবনাময় ওষুধ শিল্পের অগ্রগতি অনেক ভালো। সামনে আমাদের ওষুধ রফতানি আরও বাড়বে।’
এবারের আয়োজনে আমেরিকা, চীন, ইংল্যান্ড, জার্মানি, মালেয়েশিয়া, ভারত, থাইল্যান্ড, ইতালি, জাপান, সুইজারল্যান্ড, তাইওয়ান, আয়ারল্যান্ড, বাংলাদেশসহ পৃথিবীর মোট ২৭টি দেশের ৬৪৫টি কোম্পানি অংশগ্রহণ করেছে। এই আয়োজনে রয়েছে ফার্মা প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং, বায়োটেক ল্যাব ইকুইপমেন্ট, এপিআই ম্যানুফেকচারিং প্ল্যান্টস এবং মেশিনারিজ, ফার্মা ফর্মুলেশন্স এবং কন্ট্রাক্ট ম্যানুফেকচারিং। এতে করে দেশি-বিদেশি উদ্যোক্তারা ওষুধ শিল্প সংক্রান্ত বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তির যন্ত্রাপাতি ও যন্ত্রাংশ এবং কাঁচামাল সম্পর্কে বিশদ জানতে পারবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সমিতি জানিয়েছে, তিন দিনব্যাপী ‘এশিয়া ফার্মা এক্সপো’ শেষ হবে আগামী ৪ মার্চ। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এক্সপো খোলা থাকবে।
উল্লেখ্য, এখন বাংলাদেশে বিশ্বমানের ওষুধ উৎপাদিত হচ্ছে এবং দেশের মোট অভ্যন্তরীণ চাহিদার ৯৮ শতাংশ পূরণ করা সম্ভব হচ্ছে। একইসঙ্গে বর্তমানে বিশ্বের ১৫৩টি দেশে বাংলাদেশের উৎপাদিত মানসম্মত ওষুধ রফতানি হচ্ছে।
Posted ১:৫২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ মার্চ ২০২৩
desharthonity.com | Rina Sristy