নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৯ অক্টোবর ২০২৩ | প্রিন্ট
বিএনপি-জামায়াতের ডাকা হরতালে অনেকটাই স্বাভাবিক ছিল চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের নিয়ন্ত্রক এ প্রতিষ্ঠানের কার্গো-কনটেইনার-জাহাজ হ্যান্ডলিংয়ে কোনো প্রভাব পড়েনি। সকালে বন্দর ইয়ার্ড থেকে পণ্য খালাস কিছুটা কম থাকলেও দুপুরের পর থেকে স্বাভাবিক হয়ে যায়।
বন্দরের কর্মকর্তারা জানান, বন্দরের বহির্নোঙরে জাহাজ থেকে মালামাল খালাস ছিল। জেটিতে কনটেইনার ও অন্যান্য পণ্য খালাসও স্বাভাবিক ছিল। তবে বন্দর ইয়ার্ড থেকে খালাসের কার্যক্রম সকালে একটু কম ছিল। তবে দুপুরের পর থেকে সবকিছু স্বাভাবিক হয়ে যায়।
এদিকে হরতালের মধ্যেও দেশের সবচেয়ে বড় রাজস্ব আহরণকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টমস হাউসের কার্যক্রম স্বাভাবিক ছিল। প্রতিদিনের মতো আজও শুল্কায়নের কার্যক্রম হয়েছে।
চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার ফাইজুর রহমান বলেন, হরতালের কোনো প্রভাব কাস্টমস হাউসে পড়েনি। প্রতিদিনের ন্যায় স্বাভাবিক ছিল।
চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক বলেন, হরতালের কোনো প্রভাব বন্দরে পড়েনি। সকালে পণ্য খালাস একটু কম হলেও দুপুরের পর তা স্বাভাবিক হয়ে যায়।
এদিকে, রোববার হরতালে চট্টগ্রামে তেমন কোনো উত্তাপ দেখা যায়নি। এদিন সড়কে যানবাহন চলেছে, তবে অন্য দিনের তুলনায় কম। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে যানবাহনের সংখ্যা বেড়েছে। সকালে দোকানপাট কম খুললেও সময়ের সঙ্গে পাল্লা দিয়ে তা স্বাভাবিক হয়ে যায়। নগরজুড়ে পিকেটিং, গাড়িতে অগ্নিকাণ্ড কিংবা অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। বিভিন্ন সড়কে এদিন দাপট ছিল রিকশা, অটোরিকশা, টেম্পু ও মিনিবাসের। দূরপাল্লার বাস হাতেগোনা কয়েকটি ছেড়ে গেলেও যাত্রী ছিল কম। হরতালের কোনো প্রভাব পড়েনি চট্টগ্রাম রেলস্টেশনে। যথাসময়ে ছেড়ে গেছে সবকটি ট্রেন। একইসঙ্গে স্টেশনে পৌঁছেছে সবকটি ট্রেনও।
এর আগে গতকাল (শনিবার) রাজধানীতে সমাবেশে হামলার প্রতিবাদে রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে বিএনপি। একইদিন সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে হরতালের কর্মসূচি ঘোষণা করে জামায়াতে ইসলামী।
Posted ৮:১৮ অপরাহ্ণ | রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
desharthonity.com | Rina Sristy