সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ডিএসইর মোট লেনদেনের ৩২ শতাংশই ব্লক মার্কেটে

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩ | প্রিন্ট

ডিএসইর মোট লেনদেনের ৩২ শতাংশই ব্লক মার্কেটে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল ৪২৬ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ১৩৭ কোটি ৪৫ লাখ টাকা, যা মোট লেনদেনের ৩২ শতাংশ। তবে ডিএসইতে গতকাল আগের দিনের তুলনায় লেনদেন বাড়লেও সূচক কমেছে।

ডিএসই সূত্র অনুযায়ী, গতকাল এক্সচেঞ্জটিতে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশের। কোম্পানিটির ৩৬ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার এদিন ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। এর পরই রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট। গতকাল কোম্পানিটির ২৫ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে ন্যাশনাল ব্যাংক। প্রতিষ্ঠানটির ১৮ কোটি ২০ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

 

তথ্য অনুসারে, গতকাল দিন শেষে আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট কমে ৬ হাজার ২৩০ পয়েন্টে দাঁড়িয়েছে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স, আগের কার্যদিবসে যা ছিল ৬ হাজার ২৩৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ গতকাল দশমিক ৪ পয়েন্ট কমে ২ হাজার ১৩১ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ১৩০ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে ১ পয়েন্ট কমে ১ হাজার ৩৫০ পয়েন্টে অবস্থান করছে। গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, আলহাজ টেক্সটাইল মিলস, হাইডেলবার্গ সিমেন্ট, বসুন্ধরা পেপার মিলস ও প্রাইম ব্যাংকের শেয়ারের।

ডিএসইতে গতকাল ৪২৬ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেনের বিপরীতে আগের কার্যদিবসে ছিল ৩৬৭ কোটি টাকা। গতকাল এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৮৩টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ২৯টির, কমেছে ১০৭টির আর অপরিবর্তিত ছিল ১৪৭টির।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ২১ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে ব্যাংক খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ দশমিক ২ শতাংশ দখলে নিয়েছে ভ্রমণ খাত। ১১ দশমিক ৮ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে সাধারণ বীমা খাত। মোট লেনদেনের ১০ দশমিক ৩ শতাংশের ভিত্তিতে চতুর্থ অবস্থানে ছিল খাদ্য খাত। আর ওষুধ ও রসায়ন খাতের দখলে ছিল লেনদেনের ৭ দশমিক ৩ শতাংশ। গতকাল ডিএসইতে ইতিবাচক রিটার্নের দিক দিয়ে শীর্ষে ছিল ভ্রমণ ও অবকাশ ও পাট খাত। আর নেতিবাচক রিটার্নের দিক দিয়ে শীর্ষে ছিল কাগজ, তথ্যপ্রযুক্তি ও সাধারণ বীমা খাত।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল সাড়ে ৪ পয়েন্ট কমে ১১ হাজার ৪২ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১১ হাজার ৪৬ পয়েন্টে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল ৭ পয়েন্ট কমে ১৮ হাজার ৪৭০ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ১৮ হাজার ৪৭৮ পয়েন্টে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১২৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫টির, কমেছে ৫৪টির আর অপরিবর্তিত ছিল ৪৫টির। গতকাল সিএসইতে ১৩ কোটি ৬৩ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১:১৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com