সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সাত মাসের সর্বনিম্নে স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩ | প্রিন্ট

সাত মাসের সর্বনিম্নে স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে টানা ষষ্ঠ দিনের মতো স্বর্ণের দরপতন ঘটেছে। গতকাল ধাতুটির দাম সাত মাসের সর্বনিম্নে ঠেকেছে। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি হার ও বেকারত্ব তথ্যের প্রভাবে ডলারের দাম বেড়েছে। এতে স্বর্ণের চাহিদায় নেতিবাচক প্রভাব পড়েছে। খবর রয়টার্স।

স্পট মার্কেটে গতকাল ধাতুটির দাম দশমিক ৪ শতাংশ কমেছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১ হাজার ৮৪০ ডলার ৪৯ সেন্টে। গত ১০ মার্চের পর এটি সর্বনিম্ন দর। অন্যদিকে, নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) স্বর্ণের ভবিষ্যৎ সরবরাহ মূল্য দশমিক ৫ শতাংশ কমেছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১ হাজার ৮৫৬ ডলার ২০ সেন্টে।

স্বর্ণের বাজারে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় দরপতন ঘটেছে গত সপ্তাহে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকের শেষ সপ্তাহে স্বর্ণের দাম ৩ দশমিক ৭ শতাংশ কমেছে, যা ২০২১ সালের জুনের পর সর্বোচ্চ সাপ্তাহিক পতনের রেকর্ড।

এদিকে রুপার দাম ছয় মাসের সর্বনিম্নে নেমেছে। আউন্সপ্রতি মূল্য কমেছে ২ দশমিক ১ শতাংশ। প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে ২১ ডলার ৬৯ সেন্টে। প্লাটিনামের দাম দশমিক ৪ শতাংশ কমে ৯০০ ডলার ৭১ সেন্টে ঠেকেছে। প্যালাডিয়ামের দাম ১ দশমিক ১ শতাংশ কমে ১ হাজার ২৩২ ডলার ১১ সেন্টে স্থির হয়েছে।

Facebook Comments Box
বিষয় :
advertisement

Posted ২:০১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com