সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

টানা পতনের পর বাড়লো সূচক

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট

টানা পতনের পর বাড়লো সূচক

টানা পাঁচ কার্যদিবস পতনের পর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৭ ফেব্রুয়ারি) পুঁজিবাজারে উত্থান হয়েছে। গতকাল দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১৭ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ২২ পয়েন্ট। সূচকের পাশাপাশি বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন। এর ফলে টানা পাঁচ কর্মদিবস পর আজ পুঁজিবাজারে উত্থান হলো।

ডিএসইর তথ্যমতে, সোমবার বাজারটিতে ৩১০টি প্রতিষ্ঠানের ৩ কোটি ৪১ লাখ ৫০ হাজার ৪৬৮টি শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এ কেনা-বেচা থেকে মোট লেনদেন হয়েছে ২৬১ কোটি ৭৩ লাখ টাকা।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৫৬টি কোম্পানির শেয়ারের, বিপরীতে কমেছে ৯৮টির, আর অপরিবর্তিত রয়েছে ১৫৬টি কোম্পানির শেয়ারের দাম।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ১৯৯ পয়েন্টে। ডিএসইএস শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৫৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ২১৮ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো- বাংলাদেশ শিপিং করপোরেশন, জেনেক্স ইনফোসিস, রয়েল টিউলিপ সি পার্ল, এডিএন টেলিকম, শাইনপুকুর সিরামিকস, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস, ইস্টার্ন হাউজিং, মুন্নু অ্যাগ্রো, জেমিনি সি ফুড, ইন্ট্রাকো এবং আলহাজ টেক্সটাইল লিমিটেড।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক সিএএসপিআই ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ২৯৮ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ৯ কোটি ২৫ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার। এ বাজারে লেনদেনে অংশ নেওয়া ১৩৯টি প্রতিষ্ঠানের মধ্যে ২৯টির দাম বেড়েছে, বিপরীতে কমেছে ৪০টির দাম ও ৭০টির দাম অপরিবর্তিত রয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৩৮ অপরাহ্ণ | সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com