নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
ফিউচার মার্কেটে শুক্রবার জাপানি রাবারের দাম বেড়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ায় এবং চীনে চাহিদা বাড়ার খবরে রাবারের বাজার ঊর্ধ্বমুখী হয়েছে। ওসাকা এক্সচেঞ্জে (ওএসই) প্রাকৃতিক রাবারের ফেব্রুয়ারিতে সরবরাহ চুক্তি মূল্য দশমিক ৩ ইয়েন বা দশমিক ১ শতাংশ বেড়েছে। প্রতি কেজির মূল্য দাঁড়িয়েছে ২৩৪ দশমিক ৬ ইয়েন বা ১ ডলার ৫৮ সেন্টে। খবর বিজনেস রেকর্ডার।
তবে টানা পাঁচ সপ্তাহ দাম বাড়ার পর চলতি সপ্তাহে বেঞ্চমার্ক চুক্তি দশমিক ১ শতাংশ কমেছে। অন্যদিকে, সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে জানুয়ারিতে সরবরাহ চুক্তিতে প্রাকৃতিক রাবারের দাম ১৪০ ইউয়ান বা ১ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য দাঁড়িয়েছে ১৪ হাজার ২৫৫ ইউয়ানে বা ১ হাজার ৯৫২ ডলার ৩৭ সেন্টে।
চীনের অর্থনৈতিক উদ্দীপনার প্রত্যাশায় চলতি মাসে ফিউচার মার্কেটে দাম বেড়েছে। রাবারভিত্তিক ডাটা কোম্পানি হেলিক্সট্যাপ টেকনোলজিসের সিইও ফারাহ মিলার বলেছেন, আবাসন খাতের নিম্নমুখী প্রবণাতা কাটাতে চীন আরো বেশি তহবিল সংগ্রহসহ নানা পদক্ষেপ নিয়েছে। ফলে সেপ্টেম্বরে দেশটির অর্থনীতি উন্নীত করতে শুরু করার পাশাপাশি রাবারের বাজারেও দাম বেড়েছে।
সূত্র জানিয়েছে, চীন স্টক মার্কেট পুনরুদ্ধারে সংগ্রাম করছে, নিয়ন্ত্রকরা অনিয়ম রুখতে হেজ ফান্ড এবং ব্রোকারেজের ওপর নজর রাখতে শুরু করছেন।
Posted ১:১১ অপরাহ্ণ | সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
desharthonity.com | munny akter