নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
পেট্রোবাংলায় সম্প্রতি দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। তিন দিনের মধ্যে দুই দফায় সংস্থার চেয়ারম্যানসহ তিন ঊর্ধ্বতন কর্মকর্তার ল্যাপটপসহ বেশকিছু মালপত্র এবং লকার ভেঙে টাকা চুরি হয়েছে। তবে পেট্রোবাংলা বলছে, এটি সাধারণ চুরি। গুরুত্বপূর্ণ কিছু খোয়া যায়নি।
চুরির ঘটনায় তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পাশাপাশি কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে পেট্রোবাংলা। সংশ্লিষ্টরা এটি সাধারণ চুরি বলে মনে করছেন না। তারা এ বিষয়ে সঠিক তদন্তের দাবি জানিয়েছেন।
জানা গেছে, গত ২৭ আগস্ট প্রথম দফায় পেট্রোবাংলায় একাধিক কর্মকর্তার দপ্তর থেকে বিভিন্ন ধরনের মালপত্র চুরি হয়। এরপর ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলে। এর মধ্যে দু’দিন পরই রাতে চেয়ারম্যানের রুম থেকে ল্যাপটপসহ বিভিন্ন মালপত্র খোয়া যায়। রুমের ফাইলপত্র এলোমেলো অবস্থায় পাওয়া যায়।
এ দিন পরিচালক (অর্থ) এবং সংস্থাপন বিভাগের মহাব্যবস্থাপকের কক্ষ থেকেও ল্যাপটপ ও অন্য মালপত্র চুরি হয়েছে। চেয়ারম্যানের পিএসের রুম থেকে নগদ টাকা চুরি হয়েছে গেছে। পরিচালকের (অর্থের) অধীন হিসাব শাখার লকার ভেঙে টাকা খোয়া গেছে।
জানতে চাইলে পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার বলেন, এটি সাধারণ চুরি। গুরুত্বপূর্ণ কিছু খোয়া যায়নি। চুরি যাওয়া ল্যাপটপগুলোতে গুরুত্বপূর্ণ কোনো অফিসিয়াল তথ্য ছিল না। পেট্রোবাংলার অর্থ খোয়া যায়নি। কারও ব্যক্তিগত টাকা চুরি হতে পারে।
ঘটনার পর পেট্রোবাংলার মহাব্যবস্থাপক (সার্ভিস) জাবেদ ইকবাল শাহেদকে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস (আরপিসিএল) কোম্পানিতে বদলি করা হয়েছে। সার্ভিস বিভাগের একজন সুপারভাইজারকে বহিষ্কার করা হয়েছে। নিরাপত্তা বিভাগের একাধিক কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
তেজগাঁও থানার ওসি অপূর্ব হাসান বলেন, প্রাথমিকভাবে এটিকে সাধারণ চুরি বলে মনে করছি। পেট্রোবাংলা যে জিডি করেছে, তাতে তারা কক্ষের জিনিসপত্র এলোমেলো থাকার কথা উল্লেখ করেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
Posted ১:০৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৩
desharthonity.com | Rina Sristy