নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৪ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জাপানে সরাসরি ফ্লাইট চালু করায় যাত্রী পরিবহনের পাশাপাশি পণ্য পরিবহন সহজ হবে। বাংলাদেশে জাপানের বিনিয়োগ বাড়বে। রোববার সন্ধ্যায় টোকিওতে একটি রেস্তোরাঁয় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ইন জাপান এ অনুষ্ঠানের আয়োজন করে।
এতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম জাপান প্রবাসীদের প্রতিশ্রুতি দিয়েছেন, বিমানের যাত্রীদের হয়রানির অভিযোগ পেলে কাউকেই ক্ষমা করা হবে না। বিমানের সেবার মান ক্রমান্বয়ে বাড়ানো হবে। অনুষ্ঠানে জাপানে অবস্থানরত বাংলাদেশিরা বিমানের সেবার মান বাড়ানো এবং বিমানবন্দরে হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন। জাপানে ফ্লাইট চালু করায় দু’দেশের বাণিজ্য বাড়বে এবং সম্পর্ক জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন চেম্বারের নেতারা। সরাসরি ফ্লাইট চালু করায় তারা বিমান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। ১৭ বছর আগের মতো যেন ফ্লাইট বন্ধ না হয়, সে দাবি জানান তারা।
ব্যবসায়ী নেতারা বলেন, সরাসরি ফ্লাইট না থাকলে জাপানি বিনিয়োগকারীরা বাংলাদেশে যেতে আগ্রহী হন না। বাংলাদেশিদেরও জাপান থেকে দেশে যেতে দীর্ঘ সময় লাগে। প্রবাসী কেউ মারা গেলে মরদেহ বিনা খরচে দেশে নেওয়ার আহ্বান জানান তারা। জাপান চেম্বারের সভাপতি বাদল খন্দকার বলেন, ‘আমরা সব সময় চাই জাপানিরা বাংলাদেশে বিনিয়োগ করুক। কিন্তু সরাসরি ফ্লাইট না থাকায় বাংলাদেশে একবার গেলে দ্বিতীয়বার যেতে অনেক বিনিয়োগকারী আগ্রহী হতেন না। পণ্য পরিবহনেও খরচ বেশি হয়।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মোস্তাফা কামাল, বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ইন জাপানের সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হক মো. সানাউল, ব্যবসায়ী নেতা কামরুল হাসান লিপু, মো. রেজাউল করিম, ইসলাম মোহাম্মদ রফিকুল, বিপ্লব মল্লিক, মুকিত এম এফ মাহমুদ প্রমুখ। গত শুক্রবার রাতে ঢাকা থেকে ২৩০ যাত্রী নিয়ে জাপানের নারিতায় আসে বিমানের ফ্লাইট।
Posted ১:৩০ অপরাহ্ণ | সোমবার, ০৪ সেপ্টেম্বর ২০২৩
desharthonity.com | Rina Sristy