নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩ | প্রিন্ট
শেয়ারহোল্ডারদের জন্য ৬০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি দ্যা ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি। জুলাই ২০২২ থেকে জুন ২০২৩ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে পরিচালনা পর্ষদ। অর্থাৎ শেয়ার প্রতি ৬ টাকা করে লভ্যাংশ দেবে কোম্পানিটি।
সোমবার (২৮ আগস্ট) কোম্পানির ৩০৭তম পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানির তথ্য মতে, ২০২৩ সালে তাদের শেয়ার প্রতি আয় হয়েছে ১৮ টাকা ৫৬ পয়সা। সেখান থেকে শেয়ারহোল্ডারদের ৬ টাকা করে মোট ১৮ কোটি ৭৪ লাখ ৬১ হাজার টাকা দেওয়া হবে। এর আগের বছরও শেয়ারহোল্ডারদের ৬০ শতাংশ লভ্যাংশ দেওয়া হয়েছিল।
১৯৮৯ সালে সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ার সংখ্যা ৩ কোটি ১২ লাখ ৪৩ হাজার ৬২৭টি। কোম্পানিটির শেয়ার সোমবার সর্বশেষ লেনদেন হয়েছে ২৮৬ টাকা ৬০ পয়সায়।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) নির্ধারণ করা হয়েছে আগামী ২২ অক্টোবর। আর সেজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ সেপ্টেম্বর দিন।
Posted ১২:১৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩
desharthonity.com | Rina Sristy