নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৮ আগস্ট ২০২৩ | প্রিন্ট
পুঁজিবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানি ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেডের পরিচালনা পর্ষদ তিন কোম্পানির সঙ্গে একীভূতকরণের অনুমতি দিয়েছে।
সোমবার (২৮ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, কোম্পানিটির সঙ্গে এম.হাই অ্যান্ড কোং সিএনজি রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড, নেসা অ্যান্ড সনস লিমিটেড এবং গুড সিএনজি রি-ফুয়েলিং স্টেশন একীভূত হবে।
ইন্ট্রাকো রি-ফুয়েলিং আরও জানিয়েছে, শেয়ারহোল্ডার, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ব্যাংক এবং অন্যান্য ঋণদাতা, একত্রিকরণের সিদ্ধান্ত তিন কোম্পানির সাধারণ সভায় অনুমোদন এবং সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে কোম্পানিগুলোর সঙ্গে একত্রিকরণ হবে।
Posted ১২:১০ অপরাহ্ণ | সোমবার, ২৮ আগস্ট ২০২৩
desharthonity.com | Rina Sristy