নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩ | প্রিন্ট
পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। কয়েকটি কোম্পানি মিলে গঠিত একটি কনসোর্টিয়ামের মাধ্যমে এই ব্যাংকের লাইসেন্সের জন্য আবেদন করা হবে। ইসলামী ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ওই কনসোর্টিয়ামে যোগ দেওয়া ও প্রস্তাবিত ব্যাংকে স্পন্সর শেয়ারহোল্ডার হিসেবে থাকার সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) ঢাকা ওচট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
গত আগে ১৭ আগস্ট অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ২৩৮তম সভায় এই সিদ্ধান্ত নিয়েছে।
তথ্য মতে, প্রস্তাবিত ব্যাংকের পরিশোধিত মূলধন থাকবে ১২৫ কোটি টাকা। ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড কোম্পানিটির পরিশোধিত মূলধনের ১০ শতাংশ তথা ১২ কোটি ৫০ লাখ টাকা যোগান দেবে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে আলোচিত সিদ্ধান্ত কার্যকর হবে।
Posted ১২:২৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩
desharthonity.com | munny akter