নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৩ আগস্ট ২০২৩ | প্রিন্ট
গ্লোবাল ইসলামী ব্যাংকের তথ্য স্থানান্তর বা ডাটা মাইগ্রেশনের জন্য পাঁচ দিন ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।
মঙ্গলবার (২২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন এ তথ্য জানিয়েছে।
এ সিদ্ধান্তের ফলে আগামী ১ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ৫ দিন ১২০ ঘণ্টা ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি. এর কোর ব্যাংকিং সিস্টেমের নতুন সংস্করণ সংস্থাপনের কারণে ডাটা মাইগ্রেশনের উদ্দেশ্যে ১ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১২০ ঘণ্টা বা ৫ দিন সকল ব্যাংকিং কার্যক্রম সাময়িক বন্ধ থাকবে।
Posted ২:৫৭ অপরাহ্ণ | বুধবার, ২৩ আগস্ট ২০২৩
desharthonity.com | Rina Sristy