সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

স্কয়ার টয়লেট্রিজ কিছু নিত্যপণ্যের দাম কমালো

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩ | প্রিন্ট

স্কয়ার টয়লেট্রিজ কিছু নিত্যপণ্যের দাম কমালো

বিভিন্ন ধরনের নিত্যব্যবহার্য পণ্যের দাম কমানোর উদ্যোগ নিয়েছে দেশের প্রথম সারির ভোগ্যপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববাজারে নিত্যব্যবহার্য পণ্যের কাঁচামালের দাম কমার সুফল পাচ্ছেন এ দেশের ভোক্তারাও। কারণ, কাঁচামালের দাম কমে যাওয়ায় সাবান, গ্লিসারিন, গুঁড়া সাবান বা ডিটারজেন্ট পাউডার, স্যানিটারি ন্যাপকিনের মতো নিত্যব্যবহার্য বিভিন্ন পণ্যের দাম কমিয়েছে স্কয়ার টয়লেট্রিজ।

এমন এক সময়ে স্কয়ার টয়লেট্রিজ তাদের বিভিন্ন ধরনের নিত্যব্যবহার্য সামগ্রীর দাম কমিয়েছে, যখন বাজারে ভোগ্যপণ্য থেকে শুরু করে কমবেশি সব ধরনের পণ্যের দামই ঊর্ধ্বমুখী। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে হিমশিম খাচ্ছেন মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্নমধ্যবিত্ত ও সীমিত আয়ের মানুষ।

স্কয়ার টয়লেট্রিজ বলছে, তাদের সাবান, গ্লিসারিন, কাপড় ধোয়ার গুঁড়া সাবানসহ বিভিন্ন ধরনের পণ্যের দাম কমানোর সিদ্ধান্তের ফলে ক্রেতারা কিছুটা হলেও স্বস্তি পাবেন।

স্কয়ার টয়লেট্রিজের পক্ষ থেকে জানানো হয়েছে, মেরিল মিল্ক সোপ বারের ১৫০ গ্রামের প্যাকেটের দাম ১০ টাকা কমিয়ে ৭০ টাকা, ১০০ গ্রামের প্যাকেটের দাম ৫ টাকা কমিয়ে ৫৫ টাকা করা হয়েছে। এ ছাড়া ৭৫ গ্রামের প্যাকেও রয়েছে বিশেষ মূল্যছাড়। দাম কমানো হয়েছে গুঁড়া সাবান বা ওয়াশিং পাউডারেরও। চাকা সুপার হোয়াইটের এক হাজার গ্রামের প্যাকের দাম ২০ টাকা কমিয়ে ১৮০ টাকা, চাকা অ্যাডভান্সড ওয়াশিং পাউডারের এক হাজার গ্রামের প্যাকেটের দাম ১০ টাকা কমিয়ে ১৩৫ টাকা ও ২০০ গ্রামের প্যাকেটের দাম ২ টাকা কমিয়ে ২৮ টাকা করা হয়েছে। মেরিল গ্লিসারিনের ১২০ গ্রামের প্যাকেটের দাম ২৫ টাকা কমিয়ে ১১৫ টাকা ও ৬০ গ্রামের প্যাকেটের দাম ১৫ টাকা কমিয়ে ৬৫ টাকা করা হয়েছে।

এর বাইরে সেনোরা ব্র্যান্ডের স্যানিটারি ন্যাপকিন বেল্টের ১০টি প্যাডের প্যাকেটের দাম ২০ টাকা কমে এখন পাওয়া যাচ্ছে ৮০ টাকায়। আর সেপনিল হ্যান্ডওয়াশের ২০০ মিলিলিটারের প্যাকের দাম কমানো হয়েছে ১০ টাকা।

বাজারে মেরিল গ্লিসারিনের দুই ধরনের প্যাক পাওয়া যায়। এর মধ্যে ১২০ গ্রাম প্যাকের দাম সর্বোচ্চ ২৫ টাকা কমানো হয়েছে। আর ৬০ গ্রামের প্যাকে কমানো হয়েছে ১৫ টাকা।

কোম্পানি-সংশ্লিষ্টরা বলছেন, গত বছরের ফেব্রুয়ারির পর থেকে বিশ্ববাজারে সব ধরনের পণ্যের দাম বাড়তে শুরু করে। সেই সঙ্গে দেশে হু হু করে বাড়তে থাকে ডলারের দামও। তাতে নিত্যব্যবহার্য সামগ্রী তৈরির কাঁচামালের দাম, পরিবহন খরচ বেড়ে যায়। তাতে বেড়ে যায় উৎপাদন খরচও। এ কারণে গত বছর কয়েক ধাপে সাবান, গুঁড়া সাবান, স্যানিটারি ন্যাপকিনসহ নিত্যব্যবহার্য সামগ্রীর দাম বাড়ানো হয়। এখন বিশ্ববাজারে কাঁচামালের দাম কমে আসায় এসব পণ্যের দামও সমন্বয় করা হচ্ছে।

স্কয়ার টয়লেট্রিজের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মালিক মোহাম্মদ সাঈদ বলেন, বিশ্ববাজারে কিছু কিছু কাঁচামালের দাম কমার সঙ্গে সঙ্গে আমরাও বেশ কিছু পণ্যের দাম কমিয়েছি। কাঁচামালের দাম কমার ফলে আর্থিকভাবে যতটা সাশ্রয় আমাদের হয়েছে, দাম কমিয়ে তার পুরোটা সুফলই আমরা ভোক্তাকে দিয়েছি। ক্ষেত্রবিশেষে কোনও কোনও পণ্যের দাম যৌক্তিক মূল্যের চেয়ে বেশি কমানো হয়েছে বলে জানান তিনি।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৫০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com