নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৪ আগস্ট ২০২৩ | প্রিন্ট
বিশ্ববাজার দখলে পরিষ্কারভাবে দাপট বেড়েছে বাংলাদেশি তৈরি পোশাকের। বিশ্ব বাণিজ্য সংস্থার এমন প্রতিবেদনের পর বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরো জানালো, বছর ব্যবধানে সদ্য সমাপ্ত জুলাই মাসে তৈরি পোশাকের রফতানি আয় বেড়েছে প্রায় সাড়ে ১৭ শতাংশ। ছাড়িয়েছে লক্ষ্যমাত্রা। তারপরও চলতি অর্থবছরের লক্ষ্য অর্জন হবে কি-না তা নিয়ে আশঙ্কার কথা জানাচ্ছেন উদ্যোক্তারা। কারণ, জ্বালানি সংকট। চলমান এই সমস্যা সমাধানে সরকারকে অগ্রাধিকার-ভিত্তিক রফতানিমুখী শিল্পে গ্যাস-বিদ্যুৎ সরবরাহের পরামর্শ অর্থনীতিবিদদের।
বিশ্ববাণিজ্য সংস্থার স্ট্যাস্টিক্যাল রিভিউ প্রতিবেদনের সর্বশেষ তথ্য বলছে, গেল বছর তৈরি পোশাকের বিশ্ববাজারের ৭.৯ শতাংশ নিজেদের দখলে রেখেছে বাংলাদেশ। ২০২১ সালের তুলনায় যা দেড় শতাংশ বেশি। একই সময়ে চীনের বাজার হিস্যা এক শতাংশের বেশি কমলেও সামান্য বেড়েছে ভিয়েতনামের।
সুখবর দিয়েছে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবিও। গেল জুলাইয়ে ৩৭৭ কোটি ৭৯ লাখ ডলার আর বছর শেষে আয় হবে ৫ হাজার ২২৭ কোটি ২০ লাখ ডলার। তৈরি পোশাক শিল্পের রপ্তানি আয়ের ছক এভাবে সাজানো হলেও অর্থবছরের প্রথম মাসেই চমক দেখিয়েছে বাংলাদেশ। আয় হয়েছে ৩৯৫ কোটি ৩৭ লাখ ডলার, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৪ দশমিক ৬৫ শতাংশ বেশি। বছর ব্যবধানে এ খাতের আয় বেড়েছে ১৭ দশমিক ৪৩ শতাংশ।
এতো সব অর্জনের পরও বছর শেষে লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কায় রয়েছেন রপ্তানিকারকরা।
Posted ১:২৬ অপরাহ্ণ | সোমবার, ১৪ আগস্ট ২০২৩
desharthonity.com | munny akter