নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৯ আগস্ট ২০২৩ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্র্যাক ব্যাংক লিমিটেডকে ২ হাজার কোটি টাকা থেকে মূলধন ৫ হাজার কোটি টাকায় উন্নীত করার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (৮ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ডিএসইর তথ্য মতে, ২০০৭ সালে তালিকাভুক্ত ব্যাংকটির বর্তমান অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ১ হাজার ৬০৮ কোটি ৮৩ লাখ টাকা।
কোম্পানিটির পর্ষদ সভায় অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা থেকে ৫ হাজার কোটি টাকা পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়। এরপর এই প্রস্তাব বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠায় ব্যাংকটি। প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এটি অনুমোদন দিয়েছে।
কোম্পানির শেয়ার আজ লেনদেন হয়েছে ৩৫ টাকা ৮০ পয়সায়। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ১৬০ কোটি ৮৮ লাখ ২৯ হাজার ২২৭টি। কোম্পানিটি সর্বশেষ ২০২২ সালে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে সাড়ে ৭ শতাংশ নগদ আর সাড়ে ৭ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল।
Posted ১১:৩৮ পূর্বাহ্ণ | বুধবার, ০৯ আগস্ট ২০২৩
desharthonity.com | Rina Sristy