নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০২৩ | প্রিন্ট
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) কমেছে সব সূচকের মান। কমেছে ডিএসইতে লেনদেন।
বৃহস্পতিবার (৩ আগস্ট) পুঁজিবাজারে সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।
ডিএসইতে বৃহস্পতিবার প্রধান সূচক ডিএসইএক্স গত দিনের চেয়ে ১৩ দশমিক ১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩২৯ দশমিক ৮৬ পয়েন্টে। এ ছাড়া ডিএস-৩০ সূচক কমেছে ৮ দশমিক ৪৩ পয়েন্ট। সূচকটি অবস্থান করছে ২ হাজার ১৫২ দশমিক ৫২ পয়েন্টে। আর ডিএসইএস সূচক ২ দশমিক ৮৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭২ দশমিক ৯৩ পয়েন্টে।
ডিএসইতে এদিন কমেছে লেনদেনের পরিমাণও। লেনদেন হয়েছে ৪৮৫ কোটি ৭৩ লাখ টাকায় শেয়ার। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৩৯ কোটি ১৫ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ১৫৩ কোটি ৪২ লাখ টাকা।
লেনদেনের শীর্ষে ছিল ডেল্টা লাইফ ইন্সুরেন্স। এ ছাড়া ফু-ওয়াং ফুডস, সি পার্ল, জে এম আই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, রহিমা ফুড কর্পোরেশন, কন্টিনেন্টাল ইন্সুরেন্স, খান ব্রাদার্স, দেশবন্ধু পলিমার ও প্রগতি লাইফ ইন্সুরেন্স ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।
ডিএসইতে বৃহস্পতিবার ৩৩৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬৩টি কোম্পানির, কমেছে ৯৮টির ও অপরিবর্তিত রয়েছে ১৭৩টি কোম্পানির শেয়ারের দাম।
Posted ৭:০২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০২৩
desharthonity.com | munny akter