নিজস্ব প্রতিবেদক | সোমবার, ৩১ জুলাই ২০২৩ | প্রিন্ট
প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের। কোম্পানির চলতি বছরের এপ্রিল থেকে ৩০ জুন ২০২৩ সমাপ্ত বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।
রোববার (৩০ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য মতে, ২০০৬ সালে তালিকাভুক্ত এ কোম্পানির এপ্রিল থেকে জুন সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৯৬ পয়সা। যা ২০২২ সালের একই শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১৯ টাকা ৮৭ পয়সা। অর্থাৎ শেয়ার প্রতি আয় ২০২২ সালের তুলনা ২০২৩ সালের একই সময়ে বেড়েছে ১ টাকা ৯ পয়সা।
মুনাফা বাড়ার সপ্তাহে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩০০ টাকা ৭৪ পয়সা। যা ২০২২ সালের একই সময়ে ছিল ২৭৯ টাকা ৭৮ পয়সা।
৪৬ কোটি ৩৭ লাখ ৮০ হাজার টাকার পরিশোধিত মূলধনের কোম্পানির বর্তমান শেয়ার সংখ্যা ৪ কোটি ৬৩ লাখ ৭৭ হাজার ৮৮০টি। এই শেয়ারহোল্ডারদের ২০২২ সালে ৪০০ শতাংশ নগদ অর্থাৎ শেয়ার প্রতি ৪০ টাকা করে লভ্যাংশ দিয়েছে। তার আগের বছর ২০২১ সালে ৩৭৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
বহুজাতিক কোম্পানিটির শেয়ার রোববার সর্বশেষ লেনদেন হয়েছে ১৭৭১ টাকা ৫০ পয়সা।
Posted ১:২৯ অপরাহ্ণ | সোমবার, ৩১ জুলাই ২০২৩
desharthonity.com | Rina Sristy