নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩ | প্রিন্ট
চলতি বছরের এপ্রিল থেকে জুনের মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত এশিয়া ইন্স্যুরেন্সের মুনাফায় বড় উন্নতি হয়েছে। এতে অর্ধবার্ষিক (জানুয়ারি থেকে জুন) হিসাবেও কোম্পানিটির মুনাফায় উন্নতি হয়েছে। সেই সঙ্গে বেড়েছে সম্পদের পরিমাণ। সেই সঙ্গে ক্যাশ ফ্লো ভালো অবস্থানে রয়েছে।
কোম্পানিটির কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৫ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
মুনাফায় বড় উন্নতি হওয়ায় কোম্পানিটির শেয়ারের দামেও ইতিবাচক প্রভাব পড়েছে। মঙ্গলবার শেয়ারবাজারে লেনদেন শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যে কোম্পানিটির শেয়ারের দাম দিনের সর্বোচ্চ সীমায় চলে গেছে।
ডিএসই জানিয়েছে, চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি মুনাফা করেছে ১ টাকা ২২ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি মুনাফা হয় ৮৭ পয়সা। অর্থাৎ শেয়ার প্রতি মুনাফা ৩৫ পয়সা বেড়েছে।
এদিকে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা হয়েছে ১ টাকা ৪৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ১ ছিল ৪২ পয়সা। অর্থাৎ ছয় মাসের হিসাবে শেয়ার প্রতি মুনাফা বেড়েছে ১ পয়সা।
কোম্পানিটির দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন শেষে শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৭ টাকা ২৯ পয়সা, যা ২০২২ সালের জুন শেষে ছিল ২৬ টাকা ৪২ পয়সা।
অপারেটিং ক্যাশ ফ্লো’র তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে শেয়ারপ্রতি অপারিটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১ টাকা ৮১ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ার প্রতি অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ২৮ পয়সা।
Posted ১:৫৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
desharthonity.com | Rina Sristy