নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৩ জুলাই ২০২৩ | প্রিন্ট
সাড়ে তিন গুণ মুনাফা বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিঙ্গার বিডি লিমিটেডের। প্রতিষ্ঠানটির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির তথ্য মতে, চলতি বছর অর্থাৎ ২০২৩ সালের এপ্রিল থেকে জুন (গত তিন) মাসে কর-পরবর্তী মুনাফা হয়েছে ৪৭ কোটি ৭ লাখ ৬১ হাজার ৬৬১ টাকা। যা ২০২২ সালের একই সময়ে ছিল ১৩ কোটি ৯৫ লাখ ৮ হাজার ৮৭৭ টাকা। অর্থাৎ ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকে মুনাফা বেড়েছে ৩৩ কোটি ১২ লাখ ৫২ হাজার ৭৮৪ টাকা বেড়েছে।
মুনাফা বাড়ায় কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৪ টাকা ৭২ পয়সা। যা ২০২২ সালে ১ টাকা ৪০ পয়সা।
দ্বিতীয় প্রান্তিকে মুনাফা বাড়ায় চলতি বছরের প্রান্তিক মিলে কোম্পানির কর-পরবর্তী মুনাফা ছিল ৫৮ কোটি ৩১ লাখ ৯ হাজার ৭৭৯ টাকা। ২০২২ সালের জানুয়ারি থেকে জুন সময়ে কোম্পানির মুনাফা হয়েছে ২৩ কোটি ৭ লাখ ১৭ হাজার ৭০৩ টাকা। অর্থাৎ ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে মুনাফা বেড়েছে ৩৫ কোটি ২৩ লাখ ৯২ হাজার ৭৬ টাকা।
গত ছয় মাসে কোম্পানির কর পরবর্তী শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৫ টাকা ৮৫ পয়সা। এর আগের বছর অর্থাৎ ২০২২ সালের একই সময়ে ছিল ২ টাকা ৩১ পয়সা।
৩০ জুন সমাপ্ত প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৪ টাকা ৮৩ পয়সা। যা এর আগের বছর অর্থাৎ ২০২২ সালের একই সময়ে ছিল ২৯ টাকা ৯৭ পয়সা।
১৯৮৩ সালে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার সংখ্যা ৯ কোটি ৯৭ লাখ ২ হাজার ৮৩৮টি। বৃহস্পতিবার কোম্পানির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ১৫১ টাকা ৯০ পয়সা।
কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ২০২২ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। তার আগের বছর ২০২১ সালে ৬০ শতাংশ, ২০২০ সালে ৩০ শতাংশ এবং ২০১৯ সালে ৭৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
Posted ১:০৩ অপরাহ্ণ | রবিবার, ২৩ জুলাই ২০২৩
desharthonity.com | Rina Sristy