সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা দক্ষিণে জরিমানার কবলে ২৩ স্থাপনা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩ | প্রিন্ট

ঢাকা দক্ষিণে জরিমানার কবলে ২৩ স্থাপনা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ঢাদসিক) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে এডিস মশার লার্ভা পাওয়ায় ২৩টি স্থাপনাকে জরিমানা করা হয়েছে। দক্ষিণ সিটির আট ভ্রাম্যমাণ আদালত ২৩ মামলায় ২ লাখ ১৩ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।

সোমবার (১০ জুলাই) ধানমন্ডি ৩০, গোপীবাগ, ঝিগাতলা, বংশাল, মানিকনগর, স্বামীবাগ, মান্ডা, নতুন পাড়া, ডেমরা, রসুলপুর, কুতুবখালী, দনিয়া ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মঞ্জুরুল হক এক নম্বর অঞ্চলে ধানমন্ডি ৩০ এলাকায় ৩০টি বাসা ও স্থাপনা পরিদর্শন করেন। ভ্রাম্যমাণ আদালত এ সময় তিনটি স্থাপনায় এডিস মশার লার্ভা পায়। বাংলাদেশ আই হাসপাতালের ধানমন্ডি ব্র্যাঞ্চকে ৩০ হাজার, কনকর্ড রিয়েল এস্টেটের নির্মাণাধীন ভবনে দায়িত্বরত প্রকৌশলীকে ৫০ হাজার টাকা এবং আরেকটি ভবনের দায়িত্বরত তত্ত্বাবধায়ককে ২০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও তা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এম আর সেলিম শাহনেওয়াজ দুই নম্বর অঞ্চলে ৮ নম্বর ওয়ার্ডের গোপীবাগ এলাকায় ৫৫টি বাসা ও স্থাপনা পরিদর্শন করেন। এ সময় দুটি স্থাপনায় লার্ভা পাওয়ায় ২ মামলায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

ডিএসসিসির প্রধান সমাজকল্যাণ কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দিন তিন নম্বর অঞ্চলে ১৪ নম্বর ওয়ার্ডের ঝিগাতলা এলাকায় ২৬টি বাসা ও স্থাপনা পরিদর্শন করেন। এ সময় দুটি স্থাপনায় লার্ভা পাওয়ায় ২ মামলায় ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানার আদালত চার নম্বর অঞ্চলে ৩৩ নম্বর ওয়ার্ডের বংশাল এলাকার ২০টি বাসা ও স্থাপনায় অভিযান চালান। দুটি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ২ মামলায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ পাঁচ নম্বর অঞ্চলে ৭ ও ৪০ নম্বর ওয়ার্ডের মানিকনগর ও স্বামীবাগ এলাকায় ২৬টি বাসা ও স্থাপনায় অভিযান চালান। ২টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ২ মামলায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম সাত নম্বর অঞ্চলে ৭১ নম্বর ওয়ার্ডের মান্ডা এলাকায় ৯৫টি বাসা ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন। পাঁচটি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম নয় নম্বর অঞ্চলে ৬৪ নম্বর ওয়ার্ডের নতুন পাড়া ও ডেমরায় ৫২টি বাসা ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন। তিনটি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ৩ মামলায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম ১০ নম্বর অঞ্চলে ৬১ নম্বর ওয়ার্ডের রসুলপুর, কুতুবখালী, দনিয়া ও যাত্রাবাড়ী এলাকায় ২৩টি বাসা ও স্থাপনায় অভিযান চালান। চারটি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ৪ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আজকের অভিযানে মোট ৩২৭টি বাসা ও স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এ সময় ২৩টি বাসা ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ২৩ মামলায় সর্বমোট ২ লাখ ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এদিকে, আজ থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকার স্কুল-কলেজসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনায় এডিস মশার লার্ভা নিধনে বিশেষ চিরুনি অভিযান শুরু হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ করা হচ্ছে। পাশাপাশি দক্ষিণ সিটির ৩০টি ওয়ার্ডে তিন দিনব্যাপী বিশেষ চিরুনি অভিযানও চলছে।

Facebook Comments Box
advertisement

Posted ২:১২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com