নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৩ জুলাই ২০২৩ | প্রিন্ট
ঈদের আগে থেকেই কাঁচামরিচ নিয়ে মানুষের হাহাকার। লাফিয়ে লাফিয়ে কেজিপ্রতি ১৪০ থেকে ৭০০-৮০০ টাকায় গিয়ে ঠেকেছিল। তবে ভারত থেকে আমদানির পর খুচরা বাজারে ১৮০ থেকে ২০০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। সোমবার হাতিরপুল বাজার, কারওয়ান বাজার, মধুবাগ, শান্তিনগরসহ রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরজমিনে দেখা গেছে, সোমবার কাঁচামরিচ ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে, যা একদিন আগেও ছিল ৪০০ থেকে ৪২০ টাকা।
এরও আগে ৫০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত বিক্রি করতে দেখা গেছে খুচরা ব্যবসায়ীদের।
ভারত থেকে কাঁচামরিচ আমদানির পর কেজিপ্রতি ৩৮০ থেকে ৬০০ টাকা দাম কমল।
জানা গেছে, একদিনেই চারটি স্থলবন্দর দিয়ে ১ লাখ ১৪ হাজার কেজি কাঁচামরিচ আমদানি হয়েছে।
খুচরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভারত থেকে কাঁচামরিচ আমদানির পর দাম কমেছে। আগামী দিনে আরও কমবে বলে আশা তাদের।
ক্রেতারা বলছেন, সিন্ডিকেট ও কারসাজি করে কাঁচামরিচের দাম বাড়ানো হয়। মধুবাগ এলাকার জয়নাল নামে এক ক্রেতা ঢাকা টাইমসকে বলেন, ‘৭০০-৮০০ টাকা কেজি কাঁচামরিচ। ব্যবসায়ীরা ক্রেতাদের সঙ্গে ফাতরামি করেছে। এরকম ফাতরানি ঠিক না।’
কাঁচামরিচ বিক্রেতা ফয়সাল ঢাকা টাইমসকে বলেন, ‘আমাদের তো কিছু করার নেই। আমরাই তো কাঁচামরিচ নিয়ে মহাবিপদে ছিলাম। দাম দেখে নিজেই অবাক। তবে ভারত থেকে যেহেতু কাঁচামরচি আমদানি হয়েছে। দাম কমেছে, আশা করি আরও কমবে।’
সম্প্রতি ঈদের আগে থেকে সারাদেশে কাঁচামরিচের দাম চূড়ায় পৌঁছায়। এমনকি দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচামরিচ ৮০০ থেকে ১ হাজার টাকায়ও বিক্রি হয়েছে। ভরা মৌসুমে কেন এতো দাম- এ প্রশ্ন রেখে ক্রেতাসহ প্রান্তিক চাষিরাও জীবনে এই প্রথম কাঁচা মরিচের দাম দেখে হতবাক হয়েছেন।
Posted ৩:৩০ অপরাহ্ণ | সোমবার, ০৩ জুলাই ২০২৩
desharthonity.com | Rina Sristy