সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ওয়াসার ১১২ কোটি টাকার ব্যয় অনুমোদন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৪ জুন ২০২৩ | প্রিন্ট

ওয়াসার ১১২ কোটি টাকার ব্যয় অনুমোদন

ঢাকা ওয়াসার জন্য ১১২ কোটি ৩২ লাখ ৯০ হাজার ৭৭৯ টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটি। স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে এ ব্যয়ের জন্য আটটি প্রস্তাব মন্ত্রিসভা কমিটিতে তোলা হয়। এরমধ্যে টেবিলে উপস্থাপন করা হয় তিনটি প্রস্তাব। বাকি পাঁচটি প্রস্তাব ছিল এজেন্ডাভুক্ত।

বৃহস্পতিবার (২২ জুন) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা হয়। সভার সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব (সমন্বয় ও সংস্কার) মো. মাহমুদুল হোসাইন খান।

যে প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ব্যয়ের অনুমোদন

১. স্থানীয় সরকার বিভাগের অধীন ঢাকা ওয়াসার ‘ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইম্প্রুভমেন্ট’ প্রকল্পের প্যাকেজ নম্বর-এনসিবি-০২ এর পূর্ত কাজ ফাল্গুন সন্ধ্যানী লিমিটেড থেকে ১১ কোটি ১৮ লাখ ১১ হাজার ৯০ টাকায় ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

২. ঢাকা ওয়াসার ‘ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইম্প্রুভমেন্ট’ প্রকল্পের প্যাকেজ নম্বর-এনসিবি-০২.১২বি এর পূর্ত কাজ যৌথভাবে এইচআইইটিসি এবং চিনের এসআরসি থেকে ১১ কোটি ১৪ লাখ ২৩ হাজার ৮২ টাকায় ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

৩. ঢাকা ওয়াসার ‘ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইম্প্রুভমেন্ট’ প্রকল্পের প্যাকেজ নম্বর-এনসিবি-০২.১২সি এর পূর্ত কাজ যৌথভাবে এইচআইইটিসি এবং চিনের এসআরসি থেকে ১০ কোটি ২৯ লাখ ৯৩ হাজার ৪৫৮ টাকায় ক্রয়ের প্রস্তাব অনুমোদন।

৪. ঢাকা ওয়াসার ‘ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইম্প্রুভমেন্ট’ প্রকল্পের প্যাকেজ নম্বর-এনসিবি-০২.১২ডি এর পূর্ত কাজ আরএফএল প্লাস্টিক লিমিটেড থেকে ১২ কোটি ২ লাখ ৬৮ হাজার ৭৫২ টাকায় ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

৫. ঢাকা ওয়াসার ‘ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইম্প্রুভমেন্ট’ প্রকল্পের প্যাকেজ নং-এনসিবি-০২.১২ই এর পূর্ত কাজ দি সিভিল ইঞ্জিনিয়ারিং লিমিটেড’র নিকট থেকে ১২ কোটি ৭০ লাখ ৪৭ হাজার ৫৯ টাকায় ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

টেবিলে উপস্থাপন করা প্রস্তাব

১. ‘ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইম্প্রুভমেন্ট’ প্রকল্পের প্যাকেজ নম্বর-আইসিবি-০১.১৩ এর পূর্ত কাজ আরএফএল প্লাস্টিক লিমিটেডের নিকট থেকে ৩৪ কোটি ৯৫ লাখ ৯১ হাজার ১৩৭ টাকায় ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

২. ঢাকা ওয়াসার ‘ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইম্প্রুভমেন্ট’ প্রকল্পের প্যাকেজ নম্বর-এনসিবি-০১.১৯ এর পূর্ত কাজ পেপকো বাংলাদেশের নিকট থেকে ৯ কোটি ৫৭ লাখ ৫৬ হাজার ৬৮৫ টাকায় ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

৩. ঢাকা ওয়াসার ‘ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইম্প্রুভমেন্ট’ প্রকল্পের প্যাকেজ নং-এনসিবি-০১.২০ এর পূর্ত কাজ জিটুজি টেক লিমিটেডের নিকট থেকে ১০ কোটি ৪৩ লাখ ৯৯ হাজার ৫১৬ টাকায় ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ২:২০ অপরাহ্ণ | শনিবার, ২৪ জুন ২০২৩

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com