নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩ | প্রিন্ট
প্রস্তাবিত ডিজিটাল ব্যাংকের রূপরেখা ও নীতিমালা অনুমোদন করেছে কেন্দ্রীয় ব্যাংক। দেশের সব পর্যায়ের মানুষের কাছে ব্যাংকিং সুবিধা পৌঁছে দিতে চালু হবে এই ডিজিটাল ব্যাংক।
বুধবার (১৪ জুন) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। সভায় পর্ষদ সদস্য, ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালক ও কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও ভারপ্রাপ্ত মুখপাত্র আবুল বশর।
তিনি জানান, বোর্ড সভায় প্রস্তাবিত ডিজিটাল ব্যাংকের অনুমোদন হয়েছে। লাইসেন্স পেতে ন্যূনতম মূলধন লাগবে ১২৫ কোটি টাকা। ব্যাংকের পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ১২৫ কোটি টাকা। এই ব্যাংকের প্রত্যেক স্পন্সরের সর্বনিম্ন শেয়ারহোল্ডিং হবে ৫০ লাখ টাকা।
প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী দেশের অর্থনৈতিক অন্তর্ভুক্তির প্রচেষ্টাকে প্রসারিত ও ত্বরান্বিত করতে একটি ডিজিটাল ব্যাংক স্থাপনের কথা বলেছেন। এই লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কাজ করে যাচ্ছে। এর ধারবাহিকতায় ডিজিটাল ব্যাংকের নীতিমালা অনুমোদন করেছে কেন্দ্রীয় ব্যাংক। এই নীতিমালা ও ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী পরিচালিত হবে ডিজিটাল ব্যাংক। ডিজিটাল ব্যাংকের মাধ্যমে স্মার্ট বাংলাদেশের অভিমুখে ব্যাংকের যাত্রা আরেক ধাপ এগিয়ে যাবে। ডিজিটাল ব্যাংকের আমানত সংগ্রহ, ঋণ আবেদন, ঋণ অনুমোদন সব কিছুই হবে অনলাইনভিত্তিক।
Posted ১২:৫৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
desharthonity.com | Rina Sristy