নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৩ জুন ২০২৩ | প্রিন্ট
ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জুন) সকাল ১০ টায় ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সায়েম আহমেদ।
এ সময় পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যসহ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আবুল কাশেম মো. শিরিনসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।
সভা সঞ্চালনা করেন কোম্পানি সচিব মোহাম্মদ মেজবাউল আলম।
বার্ষিক সাধারণ সভার শুরুতে চেয়ারম্যান তার সংক্ষিপ্ত বক্তব্যে শেয়ারহোল্ডারদেরকে শুভেচ্ছা জানান। বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করেন। পরবর্তীতে সমাপ্ত অর্থবছরে ব্যাংকের নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী সভায় উত্থাপন করা হয়। শেয়ারহোল্ডারগণ ব্যাংকের ২০২২ সালের কার্যক্রম নিয়ে তাদের অভিমত ব্যক্ত করেন এবং নানাবিধ বিষয়ে প্রস্তাবনা পেশ করেন।
বার্ষিক সাধারণ সভায় ২০২২ সালের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ (১৭.৫০ শতাংশ নগদ ও ৭.৫০ শতাংশ বোনাস) প্রদানের প্রস্তাব অনুমোদনসহ অন্যান্য এজেন্ডা বিনিয়োগকারীদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
Posted ৪:০৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
desharthonity.com | Rina Sristy