সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সহযোগিতা অব্যাহত রাখতে এইচঅ্যান্ডএম গ্রুপের প্রতি আহ্বান

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১০ জুন ২০২৩ | প্রিন্ট

সহযোগিতা অব্যাহত রাখতে এইচঅ্যান্ডএম গ্রুপের প্রতি আহ্বান

টেকসই উন্নয়নের জন্য পোশাক খাতে সহযোগিতা অব্যাহত রাখতে বিশ্বের অন্যতম শীর্ষ ব্র্যান্ড এইচঅ্যান্ডএম গ্রুপের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সুইডেনে স্থানীয় সময় বৃহস্পতিবার এইচঅ্যান্ডএম গ্রুপের হেড কোয়ার্টারে অনুষ্ঠিত বৈঠকে গ্রুপের সিইও হেলেনা হেলমারসন-এর প্রতি এ আহ্বান জানান তিনি। তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

এসময় উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, সহ-সভাপতি মিরান আলী, বাংলাদেশের জন্য এইচঅ্যান্ডএম গ্রুপের কান্ট্রি ম্যানেজার জিয়াউর রহমান, এইচঅ্যান্ডএম গ্রুপের গ্লোবাল হেড অব প্রোডাকশন কারিন লিন্ড, হেড অব পাবলিক অ্যাফেয়ার্স পার্নিলা হলদিন এবং হেড অব ম্যাটেরিয়াল ইনোভেশন গগন বানসাল।

বৈঠকে তারা আগামী দিনগুলোতে বাংলাদেশের পোশাক শিল্পের চ্যালেঞ্জ ও সুযোগ নিয়ে আলোচনা করেন। পোশাক খাতের উন্নয়নকে আরও টেকসইভাবে চালিত করার জন্য কীভাবে অংশীদারত্ব আরও জোরদার করা যেতে পারে, সে বিষয়গুলোও উঠে আসে আলোচনায়।

বৈঠকে সার্কুলার ফ্যাশন এবং কার্বন নিরপেক্ষতার পথে শিল্পের অগ্রগতি ত্বরান্বিত করার জন্য যৌথ প্রচেষ্টার বিষয়টিও গুরুত্ব পায়। তারা শিল্পের টেকসই কৌশলগত রূপকল্প-২০৩০ বাস্তবায়নে সহযোগিতা করার জন্য একসঙ্গে আরও কী কাজ করা যেতে পারে, সেগুলো নিয়েও কথা বলেন।

বাংলাদেশের প্রতি অব্যাহত সহযোগিতা প্রদানের জন্য ধন্যবাদ জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এইচঅ্যান্ডএম গ্রুপকে আগামী দিনগুলোতে উন্নয়নের পথে শিল্পের এই অগ্রযাত্রায় শিল্প ও শিল্পের কর্মীদের পাশে থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

Facebook Comments Box
advertisement

Posted ১:৫০ অপরাহ্ণ | শনিবার, ১০ জুন ২০২৩

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com