সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্ববাজারে গমের মূল্য আড়াই বছরে সর্বনিম্ন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩ | প্রিন্ট

বিশ্ববাজারে গমের মূল্য আড়াই বছরে সর্বনিম্ন

বিশ্ববাজারে আড়াই বছরের মধ্যে সর্বনিম্ন হয়েছে গমের দাম। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শিকাগোর গম বুধবার আড়াই বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমেছে। এছাড়াও মার্কিন ফসলের ভাল ফলন এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধির উদ্বেগের কারণে টানা অষ্টম মাসে মূল্য হ্রাস পেয়েছে।

অপরদিকে ভুট্টা এবং সয়াবিনের সরবরাহ বিশ্বব্যাপী প্রত্যাশার তুলনায় অনেক কম হয়েছে।

পণ্য গবেষণা সংস্থা হাইটাওয়ার একটি প্রতিবেদনে বলেছে, ‘বিশ্ববাজারে রপ্তানি করার ক্ষেত্রে রাশিয়া অত্যন্ত প্রতিযোগিতামূলক থাকবে এমন ধারণা এবং মার্কিন শস্যের ভাল ফলন দাম কমাতে সাহায্য করেছে।’

শিকাগো বোর্ড অব ট্রেডের সবচেয়ে সক্রিয় গমের চুক্তিটি ১.১ শতাংশ কমে ৩/৪ বুশেলের জন্য ৫.৮৪ ডলার ছিল। সেশনের শুরুতে ডিসেম্বর ২০২০ এর পর থেকে সবচেয়ে দুর্বল হয়ে বুশেল প্রতি ৫.৮৪ ডলার হয়েছে।

অপরদিকে ভুট্টার দাম ০.৮ শতাংশ কমে আধা বুশেল ৫.৮৯ ডলার এবং সয়াবিন ০.৮ শতাংশ কমে প্রতি বুশেল ১২.৮৬ ডলার হয়েছে।

১ বুশেল সমান প্রায় ২৮ কেজি (২৭.২১৬ কেজি)।

খরা-বিধ্বস্ত আমেরিকার শীতকালীন গমের ফলন বিশ্লেষকদের প্রত্যাশার চেয়ে বেশি ভাল হয়েছে।

মার্কিন সরকার মঙ্গলবার একটি সাপ্তাহিক ফসলের অগ্রগতি প্রতিবেদনে ৩৪ শতাংশ শীতকালীন গমকে ‘ভাল থেকে চমৎকার’ অবস্থায় রেটিং দিয়েছে।

মে মাসে, গমের দাম ৭.৮ শতাংশ কমেছে যা টানা অষ্টম মাসে পতন। অপরদিকে ভূট্টার দাম বেড়েছে ০.৭ শতাংশ। তবে সয়াবিনের দাম ৯.৪ শতাংশ কমেছে।

এশিয়ার স্টকমার্কেটগুলি বুধবার পরপর দ্বিতীয় মাসের লোকসানের দিকে যায়। কারণ দুর্বল চীনা কারখানার কার্যকলাপ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে মহামারী-পরবর্তী পুনরুদ্ধারের বিষয়ে ক্রমবর্ধমান সন্দেহ পোষণ করছে।

বিশ্লেষকরা বলেছেন, মার্কিন সরবরাহের দুর্বল রপ্তানি চাহিদার কারণে গম অতিরিক্ত চাপের সম্মুখীন হচ্ছে। রাশিয়ার গমের রপ্তানি মূল্য নতুন ফসলের প্রত্যাশায় এবং বৈশ্বিক আমদানিকারকদের কম চাহিদার মধ্যে আরও নমনীয় হচ্ছে।

ইউরোপীয় কমিশন এই বছরের ইউরোপীয় ইউনিয়নের গম এবং রেপসিড ফসলের জন্য তার মাসিক পূর্বাভাস বাড়িয়েছে, যখন বার্লি এবং ভুট্টার জন্য তার দৃষ্টিভঙ্গি কমিয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ২:৩০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com