সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মা ব্যাংকের ব্যামেলকো সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৬ মে ২০২৩ | প্রিন্ট

পদ্মা ব্যাংকের ব্যামেলকো সম্মেলন অনুষ্ঠিত

 

প্রথমবারের মতো শাখা মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (ব্যামেলকো) সম্মেলনের আয়োজন করেছে পদ্মা ব্যাংক।

ঢাকার গুলশানে পুলিশ প্লাজা কনভেনশন সেন্টারে ‘ব্যামেলকো কনফারেন্স-২০২৩’ শিরোনামে শনিবার এ আয়োজন করা হয়।

সম্মেলনে ব্যাংকের সব শাখার ব্যামেলকো কর্মকর্তা, উপশাখাগুলোর অ্যামেলকো, করপোরেট প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, ব্যাংকের এএমএল, সিএফটি কেন্দ্রীয় পরিপালন কমিটি এবং সিনিয়র ম্যানেজমেন্ট টিমের কর্মকর্তারা অংশ নেন।

সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মো. মাসুদ বিশ্বাস। এতে উপস্থিত ছিলেন পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক রিয়াজ খান, উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও ফয়সাল আহসান চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, পদ্মা ব্যাংকের ক্যামেলকো সৈয়দ তৌহিদ হোসেন, বিএফআইইউর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মহসিন হোছাইনীসহ অনেকে।

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক রিয়াজ খান স্বাগত বক্তব্যে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন প্রতিরোধে আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে বিএফআইইউর প্রধান মাসুদ বিশ্বাস মানিলন্ডারিং ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন প্রতিরোধে নিয়ন্ত্রণকারী সংস্থার ভূমিকা, আইনি কাঠামোর যথাযথ প্রয়োগের গুরুত্ব উল্লেখ করে সব পক্ষকে সতর্ক থাকার আহ্বান জানান।

সম্মেলনের দ্বিতীয় ও তৃতীয় পর্বে চারটি অধিবেশন হয়। এগুলো পরিচালনা করেন বিএফআইইউর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মহসিন হোছাইনী ও উপপরিচালক মো. আশরাফুল আলম।

Facebook Comments Box
advertisement

Posted ৬:১৪ অপরাহ্ণ | শনিবার, ০৬ মে ২০২৩

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com