নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩ | প্রিন্ট
ব্যাংকের ব্যয়ে কৃচ্ছ্রসাধন এবং বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতে হাইব্রিড পদ্ধতিতে ব্যাংকের সভার আয়েজন করা যাবে। অর্থাৎ চাইলে স্বশরীরে উপস্থিত হয়ে আবার দূরে থাকলেও ভার্চুয়ালি অংশ নিতে পারবেন আয়োজিত সভায়।
বুধবার (২৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা দেয়।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, ব্যাংকের ব্যয়ে কৃচ্ছ্রসাধন এবং বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতে সভার গুরুত্ব ও শারীরিক উপস্থিতির প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে অনলাইন প্ল্যাটফর্মে আয়োজন করা যায় এমন সভাসমূহ অংশগ্রহণকারীদের শতভাগ শারীরিক উপস্থিতির পরিবর্তে হাইব্রিড পদ্ধতিতে আয়োজন করার জন্য পরামর্শ দেওয়া হলো।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে যা অবিলম্বে কার্যকর হবে।
Posted ১:৫৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
desharthonity.com | Rina Sristy