নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩ | প্রিন্ট
রানা প্লাজা ধসে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্ততকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
রানা প্লাজা ধসের মর্মান্তিক দুর্ঘটনার ১০ বছর উপলক্ষে সোমবার (২৪ এপ্রিল) ঢাকার জুরাইন কবরস্থানে নিহতদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। এসময় সহ-সভাপতি শহিদউল্লাহ আজিমসহ বিজিএমইএ’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণের পর তারা রানা প্লাজা দুর্ঘটনায় নিহতদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এসময় ফারুক হাসান বলেন, বাংলাদেশের তৈরিপোশাক খাত গত ১০ বছরে বিশ্বের অন্যতম নিরাপদ শিল্পে পরিণত হয়েছে। রানা প্লাজা ধসের মর্মান্তিক দুর্ঘটনা সরকার, আইএলও, ক্রেতা, সরবরাহকারী এবং ইউনিয়নসহ স্টেকহোল্ডারদের মধ্যে অভূতপূর্ব সহযোগিতামূলক মনোভাব নিয়ে একত্রিত করেছিল, যা বাংলাদেশের তৈরিপোশাক শিল্পে কাঠামোগত, অগ্নি এবং বৈদ্যুতিক সুরক্ষার নিশ্চিতে যুগান্তকারী পরিবর্তন আনয়ন করেছে।
তিনি আরও বলেন, গত ১০ বছরে আইনি সংস্কারসহ ব্যাপক নিরাপত্তামূলক উদ্যোগ গ্রহণের ফলে পোশাক শিল্পে কর্মক্ষেত্রে নিরাপত্তার সংস্কৃতি গড়ে উঠেছে। বাংলাদেশের কারখানাগুলো আজ শুধু নিরাপদই নয়, পরিবেশবান্ধবও।
তিনি কর্মক্ষেত্রে নিরাপত্তা, শ্রমিকদের অধিকার এবং পরিবেশগত টেকসই উন্নয়নের বিষয়ে অর্জনকে অব্যাহত রাখার বিষয়ে বাংলাদেশের পোশাক শিল্পের দৃঢ় প্রতিশ্রুতির কথা ব্যক্ত করেন।
Posted ১২:৫৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩
desharthonity.com | Rina Sristy