সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

অসহায় মানুষদের ঈদ উপহার-খাবার বিতরণ করেছে বিজিএমইএ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৬ এপ্রিল ২০২৩ | প্রিন্ট

অসহায় মানুষদের ঈদ উপহার-খাবার বিতরণ করেছে বিজিএমইএ

পবিত্র রমজান মাসে সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের মধ্যে খাদ্য সহায়তার জন্য আর্থিক অনুদান দিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্ততকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

সমাজের অসহায় মানুষদের সহায়তায় বিজিএমইএ-এর চলমান কর্মসূচির অংশ হিসেবে এই অনুদান দেওয়া হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) ঢাকার মিরপুরে সুবিধাবঞ্চিত মানুষ এবং প্রতিবন্ধীদের হাতে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী তুলে দেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

জনছায়া ফাউন্ডেশনের উদ্যোগে এই খাদ্য ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিজিএমইএ পরিচালক আসিফ আশরাফ ও জায়ান্ট গ্রুপের পরিচালক শারমিন হাসান তিথী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, আমাদের আশপাশে যেসব অসহায়, সুবিধাবঞ্চিত ও দুস্থ মানুষ রয়েছেন, তাদের সাহায্যে এগিয়ে যাওয়া আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। সামাজিক দায়বদ্ধতায় নিবেদিতপ্রাণ সংগঠন হিসেবে বিজিএমইএ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, জনগণের জীবনে ইতিবাচক প্রভাব রাখার বিষয়ে আমাদের যে একটি বৃহত্তর লক্ষ্য রয়েছে, এই অনুদানটি সেই বৃহত্তর লক্ষ্যের একটি ছোট পদক্ষেপ।

এ সময় তিনি সমাজের বিত্তশালী ব্যক্তিদেরকে অসহায়, সুবিধাবঞ্চিত ও অভাবী মানুষদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহায়তা করা এবং তাদের দুর্ভোগ লাঘবে ভূমিকা রাখার আহ্বান জানান।

প্রসঙ্গত উল্লেখ্য যে, বিজিএমইএ তার সদস্যদের জন্য একটি ইফতার কর্মসূচির বাজেটের টাকার একটি অংশ সমাজের অসহায় মানুষদের নিয়ে কাজ করে এমন বিভিন্ন সামাজিক সংগঠনকে দান করে আসছে। এর আগে, সম্প্রতি বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করে বিজিএমইএ তার নির্ধারিত ইফতার কর্মসূচিগুলো বাতিল করে।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৫৯ পূর্বাহ্ণ | রবিবার, ১৬ এপ্রিল ২০২৩

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com