নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩ | প্রিন্ট
মেয়াদোত্তীর্ণ ও লেভেলবিহীন খাদ্যপণ্য মজুদ করার অপরাধে গুলশানের দ্যা ওয়ে ঢাকা রেস্টুরেন্টকে দুই লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
সোমবার (১০ এপ্রিল) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকার নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে ওই রেস্টুরেন্টকে জরিমানা করা হয়।
ইশরাত সিদ্দিকা বলেন, প্রতিষ্ঠানটির ফ্রিজারে বেশ কিছু মেয়াদোত্তীর্ণ ও লেভেলবিহীন খাদ্যপণ্য মজুদ করতে দেখা যায়। তারা সঠিক ট্রেড লাইসেন্স, প্রয়োজনীয় বেশ কিছু কাগজ এবং মজুদ করা বিদেশি পণ্যের সঠিক চালান রশিদ প্রদর্শনে ব্যর্থ হয়। এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর বিধান অনুযায়ী প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
অভিযানে কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুস সালাম মৃধা ও বাংলাদেশ নিরাপদ খাদ্যের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
Posted ১০:৪৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
desharthonity.com | Rina Sristy