নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩ | প্রিন্ট
পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি কে অ্যান্ড কিউ বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-মার্চ, ২০২৩) ও নয় মাসের (জুলাই, ২০২২-মার্চ, ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রকাশি প্রতিবেদন অনুযায়ী আলোচ্য হিসাব বছরের নয় মাসে কোম্পানিটির আগের বছরের তুলনায় শেয়ারপ্রতি মুনাফা ৪৭.৮৩ শতাংশ কমেছে।
মঙ্গলবার (১১ এপ্রিল) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানিটি তৃতীয় প্রন্তিকের কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.১১ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৪৬ টাকা। সে হিসাবে কোম্পানিটির মুনাফা ০.৩৫ টাকা বা ৭৬.০৯ শতাংশ কমেছে।
এদিকে, নয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৩৬ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৬৯ টাকা। সে হিসাবে কোম্পানিটির মুনাফা ০.৩৩ টাকা বা ৪৭.৮৩ শতাংশ কমেছে।
২০২৩ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৪.৪৬ টাকায়।
Posted ১০:২৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
desharthonity.com | Rina Sristy