নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৪ এপ্রিল ২০২৩ | প্রিন্ট
রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট।
মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুখ এ তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে জানা গেছে, বঙ্গবাজার মার্কেটের দোতালা থেকে আগুনের সূত্রপাত হয়। তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, এ দুর্ঘটনা ব্যবসায়ীদের পথে নামিয়ে দিয়েছে। ঈদের বাজার শুরু হয়েছিল। ঠিক সেই মুহূর্তে আগুনে তাদের অনেক বড় ধরনের ক্ষতি হয়ে গেলো।
অন্যদিকে, আগুন লাগার খবর পেয়ে বঙ্গবাজারের দোকানদাররা ঘটনাস্থলে ছুটে যান। অনেকে আগুনে ব্যবসার পুঁজি হারিয়ে কান্নায় ভেঙে পড়েন।
Posted ১০:৩৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৪ এপ্রিল ২০২৩
desharthonity.com | Rina Sristy