নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৯ মার্চ ২০২৩ | প্রিন্ট
পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি পূবালী ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের ট্রাস্টি অর্ধবার্ষিকে বিনিয়োগকারীদের কুপন রেট বা প্রাপ্য লভ্যাংশ ঘোষণা করেছে।
রোববার (১৯ মার্চ) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত বৃহস্পতিবার (১৬ মার্চ) অনুষ্ঠিত বন্ডের ট্রাস্টি কমিটির সভায় সমাপ্ত বছরের রিটার্ন অনুমোদন করা হয়।
পূবালী ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের ট্রাস্টি অর্ধবার্ষিকের অর্থাৎ ২০২৩ সালের ২৩ মার্চ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সময়ের জন্য বিনিয়োগকারীদের প্রাপ্য লভ্যাংশ (রিটার্ন) ঘোষণা করেছে। আলোচিত সময়ের জন্য এই বন্ডে বিনিয়োগকারীরা ১০ শতাংশ হারে কুপন রেটে রিটার্ন তথা মুনাফা পাবেন।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী বন্ডটিতে ফ্লোর প্রাইস অব্যাহত থাকবে।
Posted ১২:৪৯ অপরাহ্ণ | রবিবার, ১৯ মার্চ ২০২৩
desharthonity.com | Rina Sristy