মঙ্গলবার ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ওরিয়ন পাওয়ার রূপসার আইপিও’র রোড শো স্থগিত

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২১ আগস্ট ২০২৪ | প্রিন্ট

ওরিয়ন পাওয়ার রূপসার আইপিও’র রোড শো স্থগিত

পুঁজিবাজারে তালিকাভুক্তির লক্ষ্যে বুকবিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়ার অংশ হিসেবে অনুষ্ঠিত হতে যাওয়া রোড শো স্থগিত করেছে ওরিয়ন গ্রুপের প্রতিষ্ঠান ওরিয়ন পাওয়ার রূপসা লিমিটেড।

বুধবার (২১ আগস্ট) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এই রোড শো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বুক বিল্ডিং পদ্ধতির কোম্পানিটির আইপিওর মাধ্যমে পুঁজিবাজারে আসার পরিকল্পনা ছিল। কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্বে রয়েছে শান্তা ইক্যুইটি লিমিটেড।

জানা গেছে, আইপিওর মাধ্যমে কোম্পানিটির পুঁজিবাজার থেকে ২৫০ কোটি টাকা সংগ্রহ করার কথা। এই অর্থ দিয়ে সমুদ্রগামী জাহাজ কেনার পরিকল্পনা রয়েছে কোম্পানিটির।

রোড শো স্থগিত করার বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক শান্তা ইক্যুইটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, কোম্পানিটি চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত ১০ মাসের আর্থিক বিবরণীর ভিত্তিতে প্রসপেক্টাস তৈরি করেছিল। পরে সিদ্ধান্ত হয়েছে জুন শেষের (জুলাই’২৩-জুন’২৪) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে নতুন আবেদন করা হবে।

তথ্য মতে, ওরিয়ন পাওয়ার রূপসা লিমিটেড মূলত একটি বিদ্যুৎ উৎপাদন কোম্পানি। বর্তমানে খুলনা জেলার রূপসা উপজেলায় একটি বিদ্যুৎকেন্দ্র পরিচালনা করছে। এই কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনক্ষমতা ১১০ মেগাওয়াট। এটি একটি স্বতন্ত্র বিদ্যুৎকেন্দ্র, যার মেয়াদ ১৫ বছর। বিদ্যুৎকেন্দ্রটি ২০১৮ সালের ১৪ অক্টোবর বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে, তথা তখন থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করছে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:২৪ অপরাহ্ণ | বুধবার, ২১ আগস্ট ২০২৪

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com