নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১২ মে ২০২৪ | প্রিন্ট
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে পাসের হার ও জিপিএ-ফাইভের দিক দিয়ে এবারও এগিয়ে রয়েছে মেয়েরা। প্রকাশিত ফল অনুযায়ী, ছাত্রীদের পাসের হার ৮৪.৪৭%, আর ছাত্রদের পাসের হার ৮১.৫৭%। অন্যদিকে ছাত্রদের চেয়ে ১৫ হাজার ৪২৩ জন ছাত্রী বেশি জিপিএ-ফাইভ পেয়েছেন।
রবিবার সকাল ১০টার দিকে বোর্ড চেয়ারম্যানদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ফলের অনুলিপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। পরে বেলা ১১টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন।
এবছর পরীক্ষায় অংশ নেন ৯ লাখ ৮৮ হাজার ৭৯৪ জন ছেলে এবং ১০ লাখ ২৪ হাজার ৮০৩ জন মেয়ে শিক্ষার্থী। এতে মোট জিপিএ-ফাইভ পেয়েছেন ১ লাখ ৮২ হাজার ১২৯ জন।
প্রাপ্ত ফল বিশ্লেষণ করে দেখা গেছে, গত কয়েক বছর ধরেই মেয়েরা ফলাফলে ছেলেদের তুলনায় ভালো করছে। তাই ছেলেদের ফলাফল তুলনামূলক কেন খারাপ হচ্ছে তা খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীও নির্দেশ দিয়েছেন।
রবিবারের প্রকাশিত ফল অনুযায়ী, এবছর ছাত্র পাস করেছেন ৮ লাখ ৬ হাজার ৫৫৩ জন এবং ছাত্রী পাস করেছেন ৮ লাখ ৬৫ হাজার ৬০০ জন। ছাত্রের চেয়ে ৫৯ হাজার ৪৭ জন বেশি ছাত্রী পাস করেছেন। ছাত্রীদের পাসের হার ৮৪.৪৭%, আর ছাত্রদের পাসের হার ৮১.৫৭%।
এছাড়া এবার জিপিএ-ফাইভ পেয়েছেন ৮৩ হাজার ৩৫৩ জন ছাত্র এবং ৯৮ হাজার ৭৭৬ জন ছাত্রী। ফলে ছাত্রদের চেয়ে ১৫ হাজার ৪২৩ জন ছাত্রী বেশি জিপিএ-ফাইভ পেয়েছেন।
এদিকে চলতি বছর নয়টি সাধারণ বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ডে গড় পাসের হার ৮৩.০৪ শতাংশ। পাসের হারে শীর্ষে রয়েছে যশোর বোর্ড। এ বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৩২ শতাংশ। এছাড়া পাসের হার সবচেয়ে কম সিলেট বোর্ডে। এ বোর্ডে শতকরা ৭৩ দশমিক ৩৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
এছাড়া ঢাকা বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ৩২ শতাংশ, রাজশাহীতে ৮৯ দশমিক ২৫ শতাংশ, কুমিল্লায় ৭৯ দশমিক ২৩ শতাংশ, চট্টগ্রামে ৮২ দশমিক ৮০ শতাংশ, বরিশালে ৮৯ দশমিক ১৩ শতাংশ, দিনাজপুরে ৭৮ দশমিক ৪০ শতাংশ, ময়মনসিংহে ৮৪ দশমিক ৯৭ শতাংশ। আর মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৬৬ শতাংশ এবং কারিগরিতে পাসের হার ৮১.৩৮ শতাংশ।
Posted ৩:৫৭ অপরাহ্ণ | রবিবার, ১২ মে ২০২৪
desharthonity.com | Rina Sristy