সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জিইএফ পারফরম্যান্স অ্যাওয়ার্ড পেল ট্রাস্ট ইসলামী লাইফ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ৩১ মার্চ ২০২৪ | প্রিন্ট

জিইএফ পারফরম্যান্স অ্যাওয়ার্ড পেল ট্রাস্ট ইসলামী লাইফ

ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড গ্লোবাল ইকোনোমিস্ট ফোরাম ২০২৪ পারফরম্যান্স অ্যাওর্য়াড’ পেয়েছে।

রাজধানীর সিরডাফ অডিটোরিয়ামে গতকাল এক অনুষ্ঠানে বীমা খাতে সাফল্যের স্বীকৃতি হিসাবে বেস্ট লাইফ ইনসিওরার হিসাবে পুরস্কার পান।

ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ গিয়াস উদ্দীন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন ভারতের সেনাবাহিনীর সাবেক মহাপরিচালক ও সিকিউরিটি উপদেষ্টা এবং গ্লোবাল ইকোনোমিস্ট ফোরাম সেন্ট্রাল কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল ড. দিলওয়ার সিং এবং ব্রুনাই দারুস সালামের রাষ্ট্রদূত হাজী হারিস বিন হাজী ওসমান প্রমুখ।

ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড দেশের একটি নেতৃস্থানীয় জীবন বীমাকারী প্রতিষ্ঠান। দেশের অধিকাংশ মানুষ সুদমুক্ত আয়ের মাধ্যমে বেঁচে থাকতে আগ্রহী। জয়েন্ট স্টক কোম্পানির সাথে নিবন্ধিত কোম্পানিটি ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড হিসাবে গঠিত এবং যা সারিয়া আইন দ্বারা পরিচালিত হয় এবং দেশের বিখ্যাত ইসলামী চিন্তাবিদের নিয়ে একটি শারিয়া কাউন্সিল গঠিত হয়েছে। ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড প্রধানত দেশের কয়েকজন উৎসাহী উদ্যোক্তার উদ্যোগে বিভিন্ন পেশায় বাংলাদেশি নাগরিকদের জীবন বীমা কভারেজের আওতায় আনার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।

দেশের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আতাউর রহমান ভূঁইয়া কোম্পানির পরিচালনা পর্ষদের বর্তমান চেয়ারম্যান মো গিয়াস উদ্দিন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কোম্পানির নেতৃত্ব দিচ্ছেন। বাজারের খেলোয়াড়দের মধ্যে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড দ্রুত, সততা, নিষ্ঠার সাথে দেশকে সেবা প্রদান করে আসছে। কোম্পানির দাবি নিষ্পত্তি তার ব্যবসার সাফল্যের চাবিকাঠি। গ্লোবাল ইকোনমিস্ট ফোরামের জুরি বোর্ড কোম্পানিটিকে বাংলাদেশের সেরা জীবন বীমাকারী হিসেবে পুরস্কারের জন্য মনোনীত করেছে।

Facebook Comments Box
advertisement

Posted ৯:০৫ অপরাহ্ণ | রবিবার, ৩১ মার্চ ২০২৪

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com