নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট
কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ মেট্রোরেল। রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে প্রায় ১ ঘণ্টা ধরে বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে দেখা যায়, স্টেশনের গেট বন্ধ, যাত্রীরা বাইরে অপেক্ষা করছেন।
রোববার বিকেলে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন মেট্রোরেল পরিচালনাকারী ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ম্যানেজার (সিভিল অ্যান্ড পি-ওয়ে) মাহফুজুর রহমান। মাহফুজুর রহমান বলেন, কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ মেট্রোরেল। মেরামতের জন্য কাজ করছে একটি দল।
এদিকে, ভুক্তভোগী যাত্রী জাহিদ বলেন, দুপুরে বইমেলায় এসেছি। এখন চলে যাবো। কিন্তু স্টেশনে এসে দেখি গেট বন্ধ। আরেক যাত্রী সুমন বলেন, আমি উত্তরা যাবো। শাহবাগ থেকে এখানে এসেছি ট্রেনে যাবো বলে। কিন্তু এসে দেখি বন্ধ।
ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনের আনসার আব্বাস বলেন, আনুমানিক ৩টা থেকে ট্রেন বন্ধ রয়েছে। কোথাও কোনো সমস্যা হয়েছে। আমরা আসলে জানি না। চালু হলেই গেট খুলে দেবো।
Posted ৪:৩৯ অপরাহ্ণ | রবিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৪
desharthonity.com | Rina Sristy